পড়াশোনা

ওয়ার্ড প্রসেসিং প্রশ্ন ও উত্তর (Word Processing Question and Answer)

1 min read
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Short Question & Answer) 

প্রশ্ন-১. ওয়ার্ড প্রসেসিং কী? (What is Word Processing?)

উত্তরঃ ওয়ার্ড প্রসেসিং-এর অর্থ শব্দ প্রক্রিয়াকরণ। কম্পিউটার দিয়ে শব্দ প্রক্রিয়াকরণের যাবতীয় কাজ করা যায়। এজন্য একে শব্দ প্রক্রিয়াকারক বা ওয়ার্ড প্রসেসর বলা হয়।

প্রশ্ন-২. ডেস্কটপ পাবলিশিং কী? (What is Desktop Publishing?)

উত্তরঃ ডেস্ক-এর উপর রাখা যায় এমন মাইক্রোকম্পিউটার এবং আনুষঙ্গিক হার্ডওয়্যার ও সফটওয়্যারের সাহায্যে প্রকাশনার প্রাক-মুদ্রণের যাবতীয় কাজ করাকে ডেস্কটপ পাবলিশিং বলা হয়।

প্রশ্ন-৩. লেখা ফরমেটিং কী?

উত্তরঃ লেখা টাইপ করে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করা এবং ফন্টের সাইজ ও কালার সেট ইত্যাদি করাকে ফরমেটিং বলা হয়।

প্রশ্ন-৪. ট্রুটাইপ ফন্ট কী? ( What is Truetype font?)

উত্তরঃ ফন্টের আধুনিক প্রযুক্তি হলো ট্রুটাইপ। এ প্রযুক্তিতে একটিই ফন্ট ফাইল থাকে এবং সেই ফন্ট ফাইলটিই মনিটর এবং প্রিন্টার ব্যবহার করে।

প্রশ্ন-৫. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কী? (What is Word Processing Software?)

উত্তরঃ কম্পিউটার দিয়ে শব্দ প্রক্রিয়াকরণ প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রামকে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলা হয়। মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ড স্টার, ওয়ার্ড পারফেক্ট, ম্যাক রাইট ইত্যাদি বিভিন্ন ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের নাম।

প্রশ্ন-৬. মাইক্রোসফট ওয়ার্ড কী? (What is Microsoft word?)

উত্তরঃ মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে বিশ্ববিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক বাজারজাতকৃত বহুল ব্যবহৃত জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এটি এমএস ওয়ার্ড নামে বেশি পরিচিত।

প্রশ্ন-৭. ফাইল সংরক্ষণ বলতে কি বুঝ?

উত্তরঃ ওয়ার্ড প্রসেসরে কোন ডকুমেন্ট তৈরি করে পরবর্তীতে ব্যবহারের জন্য কোন নাম দিয়ে ডিস্কে সংরক্ষণ করা হয়। সংরক্ষিত এক একটি ডকুমেন্টকে এক একটি ফাইল বলা হয়।

প্রশ্ন-৮. ডকুমেন্ট কী? (What is Document?)

উত্তরঃ টাইপ সেটিং করে বা টাইপিং এর মাধ্যমে কাগজ কিংবা মনিটরের পর্দায় উপস্থাপনা করা যায় এমন সবকিছুকে ডকুমেন্ট বলে।

প্রশ্ন-৯. ফন্ট কী? (What is Font?)

উত্তরঃ ফন্ট (Font) হচ্ছে বর্ণ বা অক্ষর, যতিচিহ্ন, গাণিতিক চিহ্ন ইত্যাদি মিলিয়ে একটি সম্পূর্ণ লিপিমালার সংগ্রহ বা সেট।

প্রশ্ন-১০. কম্পিউটার ফন্ট কী? (What is Computer font?)

উত্তরঃ কম্পিউটার ফন্ট বলতে একটি ইলেকট্রনিক ডেটা ফাইলকে বুঝায় যাতে এক সেট গ্লিফ (Glyph), অক্ষর (Character) অথবা চিহ্ন (Symbol) থাকে।

প্রশ্ন-১১. বিটম্যাপড ফন্ট কী?

উত্তরঃ অসংখ্য ডট বা পিক্সেলের সমন্বয়ে বিটম্যাপড ফন্ট তৈরি হয়।

প্রশ্ন-১২. স্ক্রীন ফন্ট কী? (What is Screen Font?)

উত্তরঃ মনিটরের পর্দায় প্রদর্শনের জন্য তৈরি বিটম্যাপড ফন্টকে স্ক্রীন ফন্ট (Screen Font) বলে।

 

 

প্রশ্ন-১৩. টেক্সট ফর্মেটিং কী? (What is Text formating?)

উত্তরঃ ডকুমেন্ট তৈরি করার পর চূড়ান্ত প্রিন্ট করার জন্য প্রয়োজনীয়ভাবে সাজিয়ে উপস্থাপনের প্রক্রিয়া হলো ফরমেটিং।

প্রশ্ন-১৪. প্রিন্টার ফন্ট কি? (What is Printer Font?)

উত্তরঃ প্রিন্টারের সাহায্যে মুদ্রণ নেওয়ার জন্য ব্যবহৃত ফন্টকে প্রিন্টার ফন্ট (Printer Font) বলে।

প্রশ্ন-১৫. স্ট্রোক নির্ভর ফন্ট কী?

উত্তরঃ স্ট্রোকের (কলম কিংবা তুলির আঁচড় বা টান) সাহায্যে যে ফন্ট তৈরি করা হয় তাকে স্ট্রোক নির্ভর ফন্ট বলা হয়।

প্রশ্ন-১৬. স্পেল চেক কী?

উত্তরঃ টাইপ করা শব্দের বানান শুদ্ধকরণের জন্য লক্ষাধিক শব্দবিশিষ্ট অভিধান বা ডিকশনারি থাকে। টাইপ করা শেষে স্পেল চেক প্রোগ্রাম চালনা করে শব্দের বানান পরীক্ষা করে ভুল ধরা যায় এবং উপযুক্ত শব্দ দিয়ে শুদ্ধ করা যায়।

প্রশ্ন-১৭. ফাইন্ড এন্ড রিপ্লেস দিয়ে কি করা যায়?

উত্তরঃ ডকুমেন্টের কোন শব্দকে খুঁজে সেটিকে প্রয়োজনীয় উপযুক্ত শব্দ দ্বারা প্রতিস্থাপন করার কৌশলকে বলা হয় ফাইন্ড এন্ড রিপ্লেস।

প্রশ্ন-১৮. প্রিন্ট প্রিভিউ কী?

উত্তরঃ ডকুমেন্ট তৈরির পর প্রিন্টার যন্ত্রের মাধ্যমে কাগজে চূড়ান্ত প্রিন্ট দেয়ার পূর্বে প্রিন্ট কি রকম হবে তা দেখাকে প্রিন্ট প্রিভিউ বলা হয়।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (Multiple Choice Question & Answer)

প্রশ্ন-১. মাইক্রোসফট ওয়ার্ডের ভার্সন নয় কোনটি?

ক. ৯৫

খ. ৯৭

গ. ৯৬

ঘ. ২০০০

উত্তরঃ ৯৫

প্রশ্ন-২. মাইক্রোসফট ওয়ার্ডের উপাদান নয় কোনটি?

ক. স্ক্রলবার

খ. ওয়ার্ডবার

গ. মেনুবার

ঘ. টাইটেলবার

উত্তরঃ ওয়ার্ডবার।

প্রশ্ন-৩. মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের মেনু নয় কোনটি?

ক. File

খ. New

গ. Edit

ঘ. View

উত্তরঃ New

প্রশ্ন-৪. File মেনুর সাবমেনু নয় কোনটি?

ক. New

খ. Save

গ. Edit

ঘ. Open

উত্তরঃ Edit

প্রশ্ন-৫. মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইলের বর্ধিত নাম–

ক) .DOS

খ) .TXT

গ) .DOC

ঘ) .EXE

উত্তরঃ .DOC

প্রশ্ন-৬. মার্জিন সংযুক্ত অতিরিক্ত জায়গার নাম—

ক. হেডার

খ. গাটার

গ. ফুটার

ঘ. স্টাইল

উত্তরঃ গাটার।

প্রশ্ন-৭. বৃত্ত আঁকার টুলের নাম—

ক. Line Tool

খ. Oval Tool

গ. Rectangle Tool

ঘ. Line Tool

উত্তরঃ Oval Tool

প্রশ্ন-৮. ইমেজ এডিটিং সফটওয়্যার—

ক. MS Word

খ. MS Publisher

গ. Adobe Photoshop

ঘ. Adobe Illustrator

উত্তরঃ Adobe Photoshop

প্রশ্ন-৯. বর্তমানে কোন ওয়ার্ড প্রসেসরকে স্ট্যান্ডার্ড ওয়ার্ড প্রসেসর ধরা হয়?

ক. Word Perfect

খ. Latex

গ. Microsoft Word

ঘ. Word Star

উত্তরঃ Microsoft Word

প্রশ্ন-১০. File, Edit, View, Insert, Format  ইত্যাদি নিয়ে কোন tool বারটি গঠিত।

ক. Title Bar

খ. Menu Bar

গ. Standard Tool Bar

ঘ. Ruler

উত্তরঃ Menu Bar

প্রশ্ন-১১. মাইক্রো কম্পিউটারের সাহায্যে প্রাক-মুদ্রণ পর্যায়ে কাজ সম্পন্ন করাকে কি বলে?

ক. ওয়ার্ড প্রসেসিং (Word Processing)

খ. ডকুমেন্ট প্রিন্টিং (Document Printing)

গ. ডেস্কটপ পাবলিশিং (Desktop Publishing)

ঘ. কোনটিই নয় (None of them)

উত্তরঃ ডেস্কটপ পাবলিশিং (Desktop Publishing)।

প্রশ্ন-১২. জনপ্রিয় ড্রয়িং এবং ইলাস্ট্রেশন সফটওয়্যার কোনটি?

ক. MS Word

খ. Corel draw

গ. Adobe Photoshop

ঘ. Photoprint

উত্তরঃ Corel draw

প্রশ্ন-১৩. জনপ্রিয় পেজ মেকআপ সফটওয়্যার কোনটি?

ক. Quark Express

খ. Word Perfect

গ. Photoprint

ঘ. MS Word

উত্তরঃ Quark Express

প্রশ্ন-১৪. আধুনিককালে ওয়ার্ড প্রসেসিং এর সাথে কোন বৈশিষ্ট্যটি যুক্ত হয়েছে?

ক. শব্দ ভান্ডার (Word Treasure)

খ. স্পেল চেকার (Spell checker)

গ. 3D ইফেক্ট (3D Effect)

ঘ. ম্যাক্রো (Macro)

উত্তরঃ 3D ইফেক্ট (3D Effect)

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x