ড্রপবক্স একটি অনলাইন ফাইল হোস্টিং সার্ভিস। বর্তমানে এটি বেশ জনপ্রিয়। কারণ, বাস্তব জীবনে বিভিন্ন সময় বিভিন্ন কাজে অনেক গুরুত্বপূর্ণ তথ্য/ডকুমেন্টের প্রয়োজন হয়। কিন্তু সেগুলো নিজের কাছে সব সময় বহন করা কষ্টকর। একজন মানুষ তার ব্যক্তিগত তথ্য/নথিপত্র নিজের কাছে না রেখে ইন্টারনেটের কোনো এক মাধ্যমে রেখে দিতে পারে। প্রয়োজনে যেকোনো সময় পৃথিবীর যেকোনো জায়গায় থেকে সেটি ব্যবহার করতে পারে। এরকম একটি জনপ্রিয় সেবার নাম হচ্ছে ড্রপবক্স (Dropbox)।
Offcanvas menu