আইসোথার্ম কাকে বলে?- জ্ঞানমূলক প্রশ্ন
উত্তরঃ স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ওপর বিভিন্ন চাপ প্রয়োগ করে, সংশ্লিষ্ট চাপে ঐ গ্যাসের আয়তন লিপিবদ্ধ করে X অক্ষ বরাবর চাপ ও Y অক্ষ বরাবর আয়তন স্থাপন করে স্থির তাপমাত্রায় যে অধিবৃত্তীয় আকারের লেখচিত্র পাওয়া যায় তাকে আইসোথার্ম (Isotherm) বলে।
পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার মধ্যে পার্থক্য কি?- অনুধাবনমূলক প্রশ্ন
উত্তরঃ কোন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত মোট প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। অপরদিকে, পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ভর সংখ্যা বলা হয়। পারমাণবিক সংখ্যাকে ‘Z’ দ্বারা এবং ভর সংখ্যাকে ‘A’ দ্বারা প্রকাশ করা হয়। ভর সংখ্যা হতে নিউট্রন সংখ্যা বিয়োগ করলে পারমাণবিক সংখ্যা পাওয়া যায়।