পড়াশোনা

ইকোডার্ম-টিএ ক্রীম কি? এর উপাদান, ব্যবহার বিধি এবং সতর্কতা

1 min read

ইকোনাজোল ইমিডাজল জাতীয় ছত্রাক বিরোধী ঔষধ যা উপরিতল সংক্রান্ত কেনডিডায়াসিস, ডারমাটোফাইটোসিস এবং পিটিরাইসিস ভারসিকোলার-এ ব্যবহৃত হয়। ট্রাইএমসাইনোলোন একটি কর্টিকসটিরয়েড জাতীয় ঔষধ যা মূলত গ্লুকোকরটিকয়েড এ কার্যকরী।

উপাদান : প্রতি গ্রামে ইকোনাজোল নাইট্রেট বিপি ১০ মিগ্রা, ট্রাই এমসাইনোলোন এসিটোনাইড বিপি ১ মিগ্রা আছে।

নির্দেশনা : চর্মে ছত্রাকজনিত আক্রমণ, ফোড়া প্রভৃতির ফলে চর্মের স্ফীতি জ্বালা ও আরক্তভাব যেমন চর্মরোগ বিশেষ (একজিমা) যা কম ক্ষমতা সম্পন্ন কর্টিকসটিরয়েড ব্যবহারে প্রতিক্রিয়ান্বিত নয়।

প্রয়োগ ও ব্যবহার বিধি : দৈনিক ৩ (তিন) বার করে ১৪ দিন পর্যন্ত প্রয়োগ করতে হবে। কার্যকরীভাবে প্রতিক্রিয়াম্বিত হলে মাত্রা কমানো যেতে পারে। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে।
প্রতি-নির্দেশ : টিউবারকুলাস লীশন অথবা ত্বকের ভাইরাল রোগের (হার্পিস, ভ্যাকসিনিয়া, ভেরিসেলা) সংক্রমণে ব্যবহার করা যাবে না।

গর্ভাবস্থায় ও দুগ্ধদানকালীন সময়ে : ইকোনাজোল গর্ভাবস্থায় দেয়া যাবে কিনা এ ধরনের পর্যাপ্ত ভাল তথ্য এখনও বিবেচিত হয়নি। এখন পর্যন্ত জানা যায়নি যে করটিকসটিরয়েড বুকের দুধের নিঃসৃত হয় কিনা। মানবদেহে কোন প্রকার সমস্যার প্রমাণদি পাওয়া যায়নি।

পার্শ্ব-প্রতিক্রিয়া : মাঝে মাঝে চর্ম জ্বালাপোড়া অথবা সংবেদনশীলতা দেখা দিতে পারে।
সতর্কতা : অতি সংবেদনশীল ঘটনা পরিলক্ষিত হলে সাথে সাথে চিকিৎসা বন্ধ করে দিতে হবে।
সূত্র : রেফকো ফার্মাসিউটিক্যালস লিঃ

4/5 - (1 vote)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x