পড়াশোনা

জাতিসংঘ সৃষ্টির পটভূমি।

1 min read

আমরা জানি, মাত্র ২৫ বছরের ব্যবধানে পৃথিবীতে দুটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে। এর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধটি ছিল ১৯১৪-১৯১৮ সাল পর্যন্ত এবং দ্বিতীয়টি ১৯৩৯-১৯৪৫ সাল পর্যন্ত। বিশ্বের বিভিন্ন দেশ এসব যুদ্ধে জড়িয়ে পড়েছিল যা ছিল মানবসভ্যতার অগ্রযাত্রায় বিরাট বাধাস্বরূপ।

সেজন্য যুদ্ধের পাশাপাশি বিশ্বের শান্তিকামী মানুষ বিশ্বব্যাপী শান্তি স্থাপনের প্রচেষ্টা চালিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২০ সালের ১০ জানুয়ারি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ‘লিগ অব নেশনস’ বা ‘জাতিপুঞ্জ’ গঠিত হয়েছিল। কিন্তু ‘লিগ অব নেশনস’ এর সাংগঠনিক দুর্বলতা ও অন্যান্য কারণে সংগঠনটি বিশ্বে শান্তি আনয়নে ব্যর্থ হয়। ফলে ১৯৩৯ সালে পুনরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়।

এ যুদ্ধে বিভিন্ন দেশের ব্যাপক ক্ষতি হয়। লক্ষ লক্ষ মানুষ নিহত, আহত ও গৃহহারা হয়। এছাড়া পঙ্গুত্ব বরণ করে লাখ লাখ মানুষ। ফলে প্রতিটি দেশ তাদের কর্মক্ষম যুব সম্প্রদায়কে হারায়। আনবিক বােমার আঘাতে জাপানের দুটি শহর (হিরােশিমা ও নাগাসাকি) সম্পূর্ণ বিধ্বস্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই ধবংসলীলা দেখে বিশ্ববাসী শঙ্কিত ও হতবাক হয়ে যায়।

এবং তারা বিভিন্ন দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দারুণভাবে অনুভব করেন তাই দেশগুলাের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্বে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪১ সাল থেকে বিশ্ব নেতৃবৃন্দ জাতিসংঘ প্রতিষ্ঠার প্রচেষ্টা হাতে নেয়। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ‘থিওডর রুজভেল্টের উদ্যোগে এবং বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সাথে দীর্ঘ আলাপ-আলোচনার ফলশ্রুতিতে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে।

এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–

১। পৃথিবীজুড়ে দুইটি বিশ্বযুদ্ধ ঘটে গেছে কোন শতাব্দীতে?

(ক) অষ্টাদশ    (গ) ঊনবিংশ

(গ) বিংশ    (ঘ) একবিংশ

সঠিক উত্তর : (গ) বিংশ

২। কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়?

(ক) ১৯১৪    (খ) ১৯১৮

(গ) ১৯৩৯     (ঘ) ১৯৪৫

সঠিক উত্তর : (ক) ১৯১৪

 

৩। প্রথম বিশ্বযুদ্ধের স্থায়িত্বকাল কত বছর ছিল?

(ক) ৪ বছর    (খ) ৫ বছর

(গ) ৬ বছর    (ঘ) ৭ বছর

সঠিক উত্তর : (খ) ৫ বছর

৪। কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়?

(ক) ১৯১৯ সালে    (খ) ১৯২০ সালে

(গ) ১৯৩৭ সালে    (ঘ) ১৯৩৯ সালে

সঠিক উত্তর : (ঘ) ১৯৩৯ সালে

৫। পৃথিবীতে ভয়াবহ মানবিক বিপর্যয় এবং কর্মক্ষম লোক হারায় কোন সময় ব্যপ্তিতে?

(ক) ১৯১৪-১৯১৯

(খ) ১৯১৫-১৯২০

(গ) ১৯৩৯-১৯৪৫

(ঘ) ১৯৪০-১৯৪৫

সঠিক উত্তর : (গ) ১৯৩৯-১৯৪৫

৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে কোন সংস্থা গঠনের প্রয়োজনীয়তা পরিলক্ষিত হয়?

(ক) জাতিসংঘ

(খ) লীগ অব নেশনস

(গ) কমনওয়েলথ

(ঘ) ওআইসি

সঠিক উত্তর : (ক) জাতিসংঘ

৭। ১৯৪৩ সালে কয়টি প্রধান শক্তির দেশের মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়?

(ক) তিনটি    (খ) চারটি

(গ) পাঁচটি    (ঘ) ছয়টি

সঠিক উত্তর : (খ) চারটি

৮। জাতিসংঘের প্রধান অঙ্গ কয়টি?

ক) চারটি    খ) পাঁচটি

গ) ছয়টি    ঘ) সাতটি

সঠিক উত্তর : খ) পাঁচটি

৯। কয়টি সেক্রেটারিয়েট নিয়ে জাতিসংঘ গঠিত?

(ক) একটি    (খ) দুইটি

(গ) তিনটি    (ঘ) চারটি

সঠিক উত্তর : (ক) একটি

১০। জাতিসংঘের কোন পরিষদকে বিতর্ক সভা বলে অভিহিত করা যায়?

(ক) সাধারণ পরিষদ

(খ) নিরাপত্তা পরিষদ

(গ) অছি পরিষদ

(ঘ) আন্তর্জাতিক আদালত

সঠিক উত্তর : (ক) সাধারণ পরিষদ

১১। জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকরী সভা কোনটি?

(ক) সাধারণ পরিষদ

(খ) নিরাপত্তা পরিষদ

(গ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

(ঘ) অছি পরিষদ

সঠিক উত্তর : (খ) নিরাপত্তা পরিষদ

১২। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি?

ক) ৫টি    খ) ১০টি

গ) ১৫টি    ঘ) ২০টি

সঠিক উত্তর : ক) ৫টি

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x