উত্তর : গ্লোবাল ভিলেজ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর এমন একটি পরিবেশ, যেখানে দূরবর্তী স্থানে অবস্থান করেও পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করার সুবিধা পায় এবং একে অপরকে সেবা প্রদান করে থাকে।
প্রশ্ন-২. ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality) কাকে বলে?
উত্তর : প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality) বলে।
প্রশ্ন-৩. রোবোটিক্স (Robotics) কি?
উত্তর : রোবোটিক্স হলো প্রযুক্তির একটি শাখা, যেটি রোবটসমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে।
প্রশ্ন-৪. ক্রায়োসার্জারি (Cryosurgery) কি?
উত্তর : ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা যায়।
প্রশ্ন-৫. বায়োমেট্রিক্স (Biometrics) কি?
প্রশ্ন-৬. বায়োইনফরমেটিক্স (Bioinformatics) কাকে বলে?
উত্তর : জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি কৌশল ব্যবহার করে সমাধান করা হয়, তখন তাকে বায়োইনফরমেটিক্স বলে।
প্রশ্ন-৭. জেনেটিক ইঞ্জিনিয়ারিং (Genetic Engineering) কাকে বলে?
উত্তর : কোন জীব থেকে একটি নির্দিষ্ট জিন (Gene) বহনকারী DNA খণ্ড আলাদা করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে।
প্রশ্ন-৮. ন্যানো টেকনোলজি (Nanotechnology) কি?
উত্তর : ন্যানো টেকনোলজি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস (যেমন- রোবট) তৈরি করার জন্য ধাতব বা বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান।
প্রশ্ন-৯. ই-কমার্স (E-commerce) কাকে বলে?
উত্তর : ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স (e-commerce or eCommerce) বলা হয়। ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়ের কাজটিকেই ই-কমার্স বলে।