Shall and Will এর ব্যবহার
আমরা অনেকেই Shall এবং Will-এর ব্যবহার সম্পর্কে তেমন একটা জানি না। না জেনে অনেক সময় ভুল করে থাকি। আবার অনেকের ধারণা, “Shall এবং Will এর ব্যবহার তেমন একটা না জানলেও চলে। কারণ বর্তমান সংস্কৃতি আমাদেরকে অনেকটা সহজ পথে নিয়ে গেছে। সে জন্য আমরা অধিকাংশ ক্ষেত্রে Will ব্যবহার করে থাকি”-এমন ধারণার মাঝে যারা ডুবে আছেন তাদেরকে বলছি, অতীতকে পিঁছনে ফেলে নয় বরং অতীতকে ঘিরে বর্তমান সংস্কৃতির আবির্ভাব। সে জন্য সঠিকটা জেনে বর্তমান সংস্কৃতিকে স্বাগত জানানো উচিত। আর বকবক না করে চলুন Shall এবং Will-এর ব্যবহার জেনে নেই। একটু মনোযোগ সহকারে পোস্টটি পড়ুন। আমি খুব সহজে এবং সংক্ষেপে বুঝানোর চেষ্টা করছি।
<>Rule-1
সাধারণত Future Indefinite Tense ঘটন করতে Shall অথবা Will ব্যবহার হয়। (Future Indefinite Tense চেনার উপায় হলো, বাংলা বাক্যের শেষে বো,বে,বেন-ইব,ইবে,ইবেন ইত্যাতি থাকে)
<>ব্যবহারঃ I এবং We এর সাথে Shall এবং বাকি সব ক্ষেত্রে Will বসে।
যেমন- আমি কলেজে যাবো।
I shall go to college.
আমরা ব্যায়াম করবো।
We shall take exercise.
তারা ফুটবল খেলবে।
They will play football.
<> আবার অনেক সময় অবশ্যই বা নিশ্চয়তা করে বা জোর দিয়ে বোঝানোর জন্য বা আদেশার্থে (অর্থাত Determination, promise, desire, obligation, certainty, intention, authority, threat, advice, order) ইত্যাদি প্রকাশ করতে I এবং We এর সাথে Will এবং বাকি সব ক্ষেত্রে Shall ব্যবহার হয়।
যেমন- আমি যাবোই।
I will go.
অবশ্যই আমরা তা করবো।
Surely we will have it.
হাফসা ঢাকায় যাবেই।
Hafsa shall go to Dhaka.
<>Rule-2
Expert, sure, think, wonder ইত্যাদি Verb-গুলোর পরবর্তী Verb সাধারণত ভবিষ্যতের কোনো তথ্য প্রদান করতে ব্যবহৃত হয় এবং তাদের পুর্বে Will বসে।
যেমন-
I am sure, he will pass.
I expect, he’ll help me.
<>Rule-3
কোনো অনুরোধ করতে আমরা Will ব্যবহার করে থাকি। যেমন-
তুমি কি আমাকে কিছু টাকা ধার দেবে?
Will you lend me some money?
তুমি কি আমাদের ফাঙ্কশনে উপস্থিত হবে?
Will you attend our function?
<>Rule-4
অভ্যাস বা প্রচলিত সত্যের ধারণা প্রকাশ করার ক্ষেত্রে Will ব্যবহার হয়। যেমন-
Murder will take murder.
The dog will sit by his master.
<>Rule-5
Conditional sentence-এর ক্ষেত্রে If যুক্ত Clause Present indefinite tense হলে main clause-এর Verb Future indefinite tense-এর হয় এবং Subject এর পরে Shall অথব Will বসে।
যেমন- If you come, I’ll go.
<>Rule-6
সাধারণত মতামত, বিশ্বাস বা দৃষ্টিভঙ্গির কোনো ভবিষ্যত বাণী বা ভবিষ্যত পরিকল্পনা করতে আমরে Shall অথবা Will ব্যবহার করি। যেমন-
They will start a business.
He will succeed in Future.
<>এই হলো সংক্ষিপ্তভাবে Shall এবং Will এর ব্যবহার। পোস্টটি পড়ে কি শিখলেন? তার একটি ছোট্র পরিক্ষা হয়ে যাক।
“তারা একটি বই কিনবেই”-এর ইংলিশ কি হবে?
<>বিঃদ্রঃ এমন পোস্ট আপনি অন্য কোনো পেইজে পাবেন না। শত ব্যস্ততার মাঝেও আপনাদের লাভের জন্য পোস্ট করি। কিন্তু তখনই খুব খারাপ লাগে, যখন আপনারা পোস্টগুলো দেখেও লাইক-কমেন্ট না করে চলে যান। আপনার যদি লিখতে কষ্ট হয়,
তাহলে সংক্ষেপে-
T = (thanks)
G = (good)
B = (bad)
N = (nice)
O = (osthir)
লিখে কমেন্ট করতে পারেন। এতে আমাদের কোনো লাভ নেই, তবে আরো ভালো ভালো টিপ্স দেওয়ার জন্যে আমাদের মনে আগ্রহ জাগে। আর হে, একটু কষ্ট করে আপনি যদি লিখাটি শেয়ার করেন, তাহলে আপনার মতো আরো এনেক ভাই-বোন লিখাটি পড়তে পারবে। এবং আমরাও অনেক বেশি খুশি হবো। খুব সহজে এবং খুব অল্প সময়ে ইংলিশ শিখতে চাইলে পেইজটিতে লাইক দিয়ে আমাদের সাথে-ই থাকুন।
Feel your life.