থার্মোফ্লাক্স (Thermoflask) কি? থার্মোফ্লাক্সের গঠন ও কার্যপ্রণালী
থার্মোফ্লাক্স একটি দুই দেওয়াল বিশিষ্ট কাঁচের পাত্র। দুই দেওয়ালের মধ্যবর্তী স্থান বায়ুশূন্য থাকে। ভেতরের দেওয়ালের বাহিরের দিক এবং বাহিরের দেওয়ালের ভেতরের দিক রূপার প্রলেপ দিয়ে চকচকে করা থাকে। পাত্রের মুখটি একটি কুপরিবাহী পদার্থের কর্ক বা রাবারের ছিপি দিয়ে বন্ধ করা থাকে। সমস্ত পাত্রটি একটি ধাতুর তৈরি পাত্রের মধ্যে একটি স্প্রিং এর উপর বসানো থাকে। ধাতব পাত্র ও কাঁচ পাত্রের মধ্যবর্তী স্থান কুপরিবাহী ফেল্ট বা তুলা দিয়ে ভর্তি করা থাকে।
- থার্মোফ্লাক্সের দেওয়াল কাঁচের তৈরি এবং মুখ কর্ক দিয়ে বন্ধ থাকে। তাই তাপ পরিবহন খুব কম হয়। কারণ, কাঁচ ও কর্ক তাপ কুপরিবাহী।
- দুইটি দেওয়ালই রূপার প্রলেপ দিয়ে চকচকে করা থাকে বলে বিকিরণ পদ্ধতিতেও ভেতরের তাপ বাহিরে বা বাহিরের তাপ ভেতরে যেতে পারে না।