প্রত্যেক ভাষারই কতগুলো মৌলিক চিহ্ন বা সংকেত রয়েছে। তেমনি ইংরেজি ভাষারও কতগুলো সাংকেতিক চিহ্ন রয়েছে। এসব সাংকেতিক চিহ্নকে এক একটি Letter বলে। Letter শব্দের অর্থ হলো- বর্ণ বা অক্ষর।
ইংরেজী ভাষাকে লিখে প্রকাশ করার জন্য কতকগুলি চিহ্ন বা সংকেত-এর প্রয়োজন। সাংকেতিক এই চিহ্নগুলিকে এক একটি Letter বা বর্ণ বা অক্ষর বলে।
ইংরেজী ভাষায় মোট 26 টি Letter বা বর্ণ আছে। এদের সমষ্টিকে Alphabet বা বর্ণমালা বলে।
এই Letter বা বর্ণসমূহকে দুই ভাগে ভাগ করা হয়।
যথা :-
- Capital Letter (বড় হাতের অক্ষর)
- Small Letter (ছোট হাতের অক্ষর)
Capital Letter
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
Small Letter
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z
Letter গুলি আবার দুটি অংশে বিভক্ত।
যথা :-
- Vowel (স্বরবর্ণ)
- Consonant (ব্যঞ্জনবর্ণ)
Vowel :-
ইংরেজী বর্ণমালার 26 টি বর্ণের মধ্যে A, E, I, O, U এই পাঁচটিকে Vowel বা স্বরবর্ণ বলে।
Semi – Vowel: ইংরেজিতে W এবং Y কে Semi-vowel বলা হয়। এর কারণ হলো শব্দের প্রথমে যদি W এবং Y বসে তখন তারা Consonant এর মত আচরণ করে। আর যদি এরা (W, Y) শব্দের মাঝে বা শেষে বসে তাহলে তখন তারা Vowel এর মত আচরণ করে। যেমন –
Semi – Vowel | As Consonant | As Vowel |
W | Walk, We, Work | Cow, How, Vowel |
Y | Yard, Yellow, Yes, Year | Fly, Eye, Cry |
উপরের উদাহরণের Walk, We, Work, Yard, Yellow, Yes, Year এই Word গুলোর প্রথমে W ও Y বসেছে। তাই এরা Consonant.
আবার Cow, How, Vowel, Fly, Eye, Cry এই উদাহরণগুলোর মাঝে বা শেষে W ও Y ব্যবহৃত হয়েছে। শব্দের মাঝে বা শেষে বসেছে বলে এরা Vowel.
Consonant :-
ইংরেজী বর্ণমালার 26 টি বর্ণের মধ্যে A, E, I, O, U এই পাঁচটি বাদ দিয়ে বাকী 21 টিকে Consonant বা ব্যঞ্জনবর্ণ বলে।
বি:দ্র :- বাংলায় যেমন স্বরবর্ণ ছাড়া কোন ব্যঞ্জনবর্ণ সাধারণত উচ্চারিত হয়না, ইংরেজীতেও তেমনি Vowel ছাড়া কোন Consonant উচ্চারিত হয়না।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “Letter কাকে বলে? Letter কয় প্রকার ও কী কী?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।