মাকতু হাদিস কাকে বলে? কালিমা শাহাদাতের কয়টি অংশ?
যে হাদিসের সনদ তাবিঈ পর্যন্ত পৌঁছেছে তাকে মাকতু হাদিস বলে। অন্যকথায়, যে হাদিসে কোনো তাবিঈর বাণী, কাজ ও মৌন সম্মতি বর্ণিত হয়েছে তাকে মাকতু হাদিস বলা হয়।
কালিমা শাহাদাতের কয়টি অংশ?
কালিমা শাহাদাতের দু’টি অংশ। যথা–
প্রথম অংশ : আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহূ লা শারীকালাহূ।
অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি এক, তাঁর কোনো শরিক নেই।
দ্বিতীয় অংশ : ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহূ ওয়া রাসুলুহূ।
অর্থ : আমি আরও সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই মুহাম্মাদ (স) আল্লাহর বান্দা ও রাসুল।