রাতকানা রোগ কেন হয়? রাতকানা রোগের লক্ষণ কি?
ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানা রোগ হয়। সাধারণত দুই থেকে পাঁচ বছরের শিশুদের মধ্যে এ রোগ বেশি দেখা দেয়।
রাতকানা রোগের লক্ষণ
রাতকানা রোগের দুটি লক্ষণ হলো–
- রাতকানা রোগ হলে রোগী সবকিছু ঝাপসা দেখে।
- অল্প আলোতে ভালোভাবে দেখতে পায় না।