Modal Ad Example
পড়াশোনা

ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার প্রশ্ন ও উত্তর

1 min read

প্রশ্ন-১. শামসুর রাহমান কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর : শামসুর রাহমান ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-২. শামসুর রাহমান সারাজীবন কীসের পক্ষে ছিলেন?

উত্তর : শামসুর রহমান সারাজীবন গণতন্ত্রের পক্ষে ছিলেন।

প্রশ্ন-৩. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটির রচয়িতা কে?

উত্তর : ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটির রচয়িতা শামসুর রাহমান।

প্রশ্ন-৪. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উত্তর : ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি ‘নিজ বাসভূমে’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

প্রশ্ন-৫. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তর : ‘ফ্রেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি গদ্য ছন্দে রচিত।

প্রশ্ন-৬. ‘ফ্রেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কোন পটভূমিতে রচিত?

উত্তর : ‘ফ্রেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি উনিশশো ঊনসত্তর সালের গণঅভ্যুত্থানের পটভূমিতে রচিত।

প্রশ্ন-৭. রাজপথে শূন্যে ফ্ল্যাগ তোলে কে?

উত্তর : রাজপথে শূন্যে ফ্ল্যাগ তোলে সালাম।

প্রশ্ন-৮. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় আমাদের চেতনার রং কী?

উত্তর : ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় আমাদের চেতনার রং একুশের কৃষ্ণচূড়ার মতো লাল।

 

প্রশ্ন-৯. কোন ফুল শহরে নিবিড় হয়ে ফুটেছে?

উত্তর : কৃষ্ণচূড়া ফুল শহরে নিবিড় হয়ে ফুটেছে।

প্রশ্ন-১০. ‘হরিৎ উপত্যকা’ শব্দের অর্থ কী?

উত্তর : ‘হরিৎ উপত্যকা’ শব্দের অর্থ সবুজ উপত্যকা।

প্রশ্ন-১১. কার অশ্রুজলে বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে?

উত্তর : দুঃখিনী মাতার অশ্রুজলে বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে।

প্রশ্ন-১২. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কীসের বিকাশে শ্রেষ্ঠ শিল্পকর্ম হয়ে উঠেছে?

উত্তর : ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি গদ্যছন্দ ও প্রবহমান ভাষার সুষ্ঠু বিকাশে শ্রেষ্ঠ শিল্পকর্ম হয়ে উঠেছে।

প্রশ্ন-১৩. কৃষ্ণচূড়া কীসের প্রতীক হয়ে উঠেছে?

উত্তর : কৃষ্ণচূড়া শহীদের, বিপ্লবী-বিদ্রোহীদের প্রেরণার প্রতীক হয়ে উঠেছে।

প্রশ্ন-১৪. আসাদুজ্জামান কোন আন্দোলনে শহিদ হন?

উত্তর : আসাদুজ্জামান ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে শহিদ হন।

প্রশ্ন-১৫. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কার অশ্রুজলের কথা বলা হয়েছে?

উত্তর : ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় দুঃখিনী মাতার অশ্রুজলের কথা বলা হয়েছে।

প্রশ্ন-১৬. বরকত কোথায় বুক পাতে?

উত্তর : বরকত ঘাতকের থাবার সম্মুখে বুক পাত।

প্রশ্ন-১৭. কৃষ্ণচূড়াকে কাদের রক্তের বুদ্বুদ মনে হয়?

উত্তর : কৃষ্ণচূড়াকে শহীদের রক্তের বুদ্বুদ মনে হয়।

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার প্রশ্ন ও উত্তর” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

5/5 - (55 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x