পড়াশোনা
0 min read

প্রশ্ন-১৮. শব্দোত্তর শব্দ কাকে বলে? শব্দোত্তর শব্দের ব্যবহার লিখ।

উত্তর : ২০,০০০ কম্পাঙ্কের উপরের শব্দকে শব্দোত্তর বা শ্রবণোত্তর বলে।

শব্দোত্তর শব্দের ব্যবহার :

১. সমুদ্রের গভীরতা নির্ণয়ে।

২. কাপড়ের ময়লা পরিষ্কার করতে।

৩. রোগ নির্ণয়ে।

৪. চিকিৎসা ক্ষেত্রে।

৫. বিভিন্ন প্রাণী চলার জন্য যেমন– বাদুর, মৌমাছি, কুকুর ও হাতি শব্দোত্তর শব্দ ব্যবহার করে থাকে।

4.2/5 - (23 votes)