রোবোটিক্স (Robotics) কি? রোবোটিক্স এর ব্যবহার
রোবোটিক্স হলো প্রযুক্তির একটি শাখা যেটি রোবটসমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে।
রোবোটিক্সের ব্যবহার
যেসব কাজে রোবোটিক্স ব্যবহার করা হয় সেগুলো নিচে তুলে ধরা হলো–
- ম্যানুফ্যাকচারিং কাজে;
- বিপজ্জনক কাজে;
- ভারী শিল্প কারখানায়;
- পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষার কাজে;
- মেইল ডেলিভারির কাজে;
- ঝুঁকিপূর্ণ কাজে;
- নিরাপত্তার কাজে;
- পুলিশের সাহায্যকারী হিসেবে;
- সামরিক ক্ষেত্রে;
- ঘরোয়া কাজে;
- চিকিৎসায়;
- মহাকাশ গবেষণায়।