তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে? কত প্রকার ও কি কি?

যে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে অথবা রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করা হয়, তাকে তড়িৎ রাসায়নিক কোষ (Electrochemical Cell) বলে। অন্যভাবে বলা যায়, যেসব কোষে তড়িৎ রাসায়নিক বিক্রিয়া ঘটে তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলে।

তড়িৎ রাসায়নিক কোষ দুই প্রকার। যথা–

১. তড়িৎ বিশ্লেষ্য কোষ (Electrolyte Cell) এবং

২. গ্যালভানিক কোষ (Galvanic Cell)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *