টুইটার কি? What is Twitter?

টুইটার (Twitter) হলো সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিং এর একটি ওয়েবসাইট যেখানে ব্যবহারকারীরা সর্বোচ্চ ১৪০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন। এ বার্তাগুলোকে টুইট (Tweet) বলা হয়ে থাকে। টুইটারের সদস্যদের টুইট বার্তাগুলো তাদের প্রোফাইল পাতায় দেখা যায়। টুইটারের সদস্যরা অন্য সদস্যদের টুইট পড়ার জন্য নিবন্ধন করতে পারেন।

এ কাজটিকে বলা হয় অনুসরণ (Follow) করা। কোনো সদস্যদের টুইট পড়ার জন্য যারা নিবন্ধন করেছে তাদের বলা হয় অনুসারী (Follower)। টুইট লেখার জন্য সদস্যরা সরাসরি টুইটার ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। টুইটারের প্রধান কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো। ২০০৬ সালে টুইটারের যাত্রা শুরু হয়। টুইটারকে ইন্টারনেটের এসএমএস বলা হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *