সদ বিম্ব
- কোনো বিন্দু থেকে নিঃসৃত বা আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সদ বিম্ব বলে।
- প্রতিফলিত বা প্রতিসরিত আলোক রশ্মির অভিসারী বিন্দুতে অর্থাৎ রশ্মিদ্বয়ের প্রকৃত মিলনের ফলে সদ বিম্ব গঠিত হয়।
- সদ বিম্ব চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায়।
- সদ বিম্ব অবতল ও উত্তল লেন্সে উৎপন্ন হয়।
- সদ বিম্ব সর্বদা উল্টা হয়।
অসদ বিম্ব
- কোনো বিন্দু থেকে নিঃসৃত বা আগত আলোক রশ্মিগুচ্ছ কোন একটি তলে আপতিত হওয়ার পর প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অসদ বিম্ব বলে।
- প্রতিফলিত বা প্রতিসরিত আলোক রশ্মির অপসারী বিন্দুতে অসদ বিম্ব গঠিত হয়। রশ্মিগুলোর প্রকৃত মিলন হয় না।
- অসদ বিম্ব চোখে ফেলা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না।
- অসদ বিন্দু সব রকম দর্পণ ও লেন্সে উৎপন্ন হয়।
- অসদ বিম্ব সর্বদা সোজা হয়।