ক্যাপাসিটর কি? ক্যাপাসিটর কত প্রকার ও কি কি? (Capacitor in Bengali)
একে C দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক ফ্যারাড।
ক্যাপাসিটরের গঠন (Structure of Capacitor)
যেকোনো আকৃতির দুটি পরিবাহকের মধ্যবর্তী স্থানে কোনো অন্তরক, পদার্থ যেমন– বায়ু, কাঁচ, প্লাস্টিক ইত্যাদি স্থাপন করে ক্যাপাসিটর তৈরি করা হয়।
ক্যাপাসিটরের প্রকারভেদ (Types of Capacitor)
ক্যাপাসিটর প্রধানত তিন প্রকার। যথা–
- ফিক্সড ক্যাপাসিটর
- অ্যাডজাস্টেবল ক্যাপাসিটর এবং
- ভেরিয়েবল ক্যাপাসিটর।
১. ফিক্সড ক্যাপাসিটর
যে ক্যাপাসিটরের মান পরিবর্তন করা যায় না, তাকে ফিক্সড ক্যাপাসিটর বা নির্দিষ্ট মানের ক্যাপাসিটর বলে।
ডাই-ইলেকট্রিকের প্রকৃতি অনুসারে ফিক্সড ক্যাপাসিটর আবার সাত প্রকার। যথা–
(i) এয়ার ক্যাপাসিটর : দুই সেট পিতল বা অ্যালুমিনিয়ামের প্লেটের মাঝখানে ডাই-ইলেকট্রিক হিসেবে বাতাস ব্যবহার করে এয়ার ক্যাপাসিটর তৈরি করা হয়। এ ধরনের ক্যাপাসিটরের ক্যাপাসিটি 0.01uF এর মধ্যে সীমাবদ্ধ থাকে। অর্থাৎ, এদের ক্যাপাসিট্যান্স খুব কম হয়। রেডিওতে (স্টেশন ধরার জন্য) এটি ব্যবহৃত হয়ে থাকে।
(ii) মাইকা ক্যাপাসিটর : দুটি ধাতব পাতের মধ্যে ডাই-ইলেকট্রিক হিসেবে মাইকা পর্যায়ক্রমে সাজিয়ে শক্তভাবে আটকিয়ে মাইকা ক্যাপাসিটর তৈরি করা হয়। উচ্চ ফ্রিকুয়েন্সি সার্কিটে এটি ব্যবহৃত হয়।
(iii) পেপার ক্যাপাসিটর : টিনের পাতলা পাত ও ডাই-ইলেকট্রিক হিসেবে আর্দ্রতা দূর করার জন্য তেল বা মোমমিশ্রিত কাগজ একত্রে পাকিয়ে পেপার ক্যাপাসিটর তৈরি করা হয়। এ ধরনের ক্যাপাসিটরের রেটিং সাধারণত 0.0001uF হতে 4.0uF এবং 200V হতে 600V এর হয়ে থাকে। এটি প্রধানত অডিও ফ্রিকুয়েন্সি অ্যামপ্লিফায়ার সার্কিটে এবং লো ও উচ্চ ভোল্টেজে ব্যবহৃত হয়।
(iv) প্লাস্টিক ফিল্ম ক্যাপাসিটর : ডাই-ইলেকট্রিক হিসেবে পেপারের বদলে অতি পাতলা হাই ভোল্টেজ রেটিংয়ের প্লাস্টিক ফিল্ম দিয়ে পেপার ক্যাপাসিটরের মতো একই পদ্ধতিতে প্লাস্টিক ফিল্ম ক্যাপাসিটর তৈরি করা হয়। প্লাস্টিক ফিল্ম ডাই-ইলেকট্রিক হিসেবে পলিস্টাইরিন, পলিয়েস্টার, পলিকার্বোনেট এবং পলিপ্রোপাইলিন ইত্যাদি ব্যবহৃত হয়। এর ইনসুলেশন রেজিস্ট্যান্স 1000uF হয়। এর কার্যকরি ভোল্টেজ গায়ে লেখা থাকে।
২. অ্যাডজাস্টেবল ক্যাপাসিটর
নির্দিষ্ট কাজের জন্য কতগুলো ক্যাপাসিটর সিরিজ অথবা প্যারালালে অথবা সিরিজ-প্যারালালে গ্রুপিং করে তৈরি করা হয়, তাকে অ্যাডজাস্টেবল ক্যাপাসিটর বলে।
৩. ভেরিয়েবল ক্যাপাসিটর
যে ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সের মান প্রয়োজন মতো পরিবর্তন করা যায়, ভেরিয়েবল বা পরিবর্তনশীল ক্যাপাসিটর।
ক্যাপাসিটরের ব্যবহার (Use of Capacitor)
ক্যাপাসিটরের ব্যবহার নিচে দেওয়া হলো–
- ক্যাপাসিটর মূলত চার্জ সংরক্ষণ করার কাজে ব্যবহৃত হয়।
- বিভিন্ন বর্তনীতে ক্যাপাসিটর ফিল্টার হিসাবে ব্যবহার করা হয়। কারণ ক্যাপাসিটর একমুখী তড়িৎ প্রবাহকে বাধা দেয় কিন্তু দিক পরিবর্তী প্রবাহকে তার মধ্য দিয়ে সঞ্চালিত হতে দেয়।
- বিভিন্ন গ্রাহক বর্তনীতে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ধরার জন্য বা টিউন করার জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয়।