সিঙ্গেল ফেজ এসি মোটর কাকে বলে? কত প্রকার ও কি কি?

যে মোটর এসি সিঙ্গেল ফেজ সরবরাহের সাহায্যে চালু করা হয় এবং চালানো হয়, তাকে সিঙ্গেল ফেজ এসি মোটর (Single phase ac motor) বলে। বাসাবাড়িতে, অফিস-আদালতে, কল-কারখানায় ও বাণিজ্যিক সংস্থায় দৈনন্দিন কাজে সিঙ্গেল ফেজ এসি মোটর ব্যবহৃত হয়। ছোটখাটো মেশিন পরিচালনা ছাড়াও বৈদ্যুতিক পাখা ও পানির পাম্পে এ মোটর সর্বত্র ব্যবহৃত হয়। এ সমস্ত মোটর সাধারণত 1H.P থেকে 2H.P ক্ষমতাসম্পন্ন হয়ে থাকে।

সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটরে সিঙ্গেল ফেজ এসি সরবরাহ দিলে তিন ফেজ ইন্ডাকশন মোটরের মতো ঘূর্ণায়মান চুম্বকীয় ফিল্ড তৈরি করতে পারে না। এতে পালসেটিং ফিল্ডের সৃষ্টি হয়। ফলে তিন ফেজ ইন্ডাকশন মোটরের মতো সিনক্রোনাস গতিতে ঘুরতে পারে না। এই চুম্বক ক্ষেত্রের পজেটিভ হাফ-সাইকেল দ্বারা সৃষ্ট টর্ক ও নেগেটিভ হাফ সাইকেল দ্বারা সৃষ্ট টর্ক সমান ও বিপরীতমুখী হয়। ফলে উভয় টর্কের সমতুল্য মান শূন্য হয়। বিধায়, সিঙ্গেল ফেজ মোটর স্বয়ংক্রিয়ভাবে চালু হতে পারে না। এই জন্য সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক শূন্য হয়।

সিঙ্গেল ফেজ এসি মোটরের শ্রেণিবিভাগ
গঠন ও চালু করার পদ্ধতি অনুযায়ী সিঙ্গেল ফেজ এসি মোটরকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়–
(ক) ইন্ডাকশন মোটর;
(খ) রিপালশন মোটর;
(গ) সিরিজ মোটর এবং
(ঘ) সিনক্রোনাস মোটর।

ইন্ডাকশন মোটর ছয় প্রকার। যথা–
(ক) স্প্লিট ফেজ মোটর;
(খ) ক্যাপাসিটর স্টার্ট মোটর;
(গ) ক্যাপাসিটর মোটর;
(ঘ) শেডেড পোল মোটর;
(ঙ) রিলাকট্যান্স মোটর এবং
(চ) ক্যাপাসিটর স্টার্ট এন্ড রান মোটর।

রিপালশন মোটর চার প্রকার। যথা–
(ক) সাধারণ  রিপালশন মোটর;
(খ) কমপেনসেটেড রিপালশন মোটর;
(গ) রিপালশন স্টার্ট-ইন্ডাকশন মোটর এবং
(ঘ) রিপালশন ইন্ডাকশন মোটর।

সিনক্রোনাস মোটর দুই প্রকার। যথা–
(ক) রিলাকট্যান্স মোটর এবং
(খ) হিষ্টারিসিস মোটর।

সিঙ্গেল ফেজ এসি মোটরের ব্যবহার

সিঙ্গেল ফেজ এসি মোটরের ব্যবহার নিম্নে উল্লেখ করা হলোঃ
(ক) সাধারণত বাসাবাড়ি, অফিস-আদালত, স্কুল-কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন কাজে সিঙ্গেল ফেজ এসি মোটর ব্যবহৃত হয়।
(খ) ড্রিল মেশিন, স্প্যানার, গ্রাইন্ডিং, লেদ মেশিন ইত্যাদি চালাতে সিঙ্গেল ফেজ এসি মোটর ব্যবহৃত হয়।
(গ) শিল্প-কারখানায় পাখা, রেফ্রিজারেটর, এয়ারকুলার ইত্যাদি পরিচালনার কাজে বিভিন্ন সাইজের সিঙ্গেল ফেজ এসি মোটর ব্যবহৃত হয়।
(ঘ) ক্যাপাসিটর মোটর চালু করতে সিঙ্গেল ফেজ এসি মোটর ব্যবহৃত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *