গবেষণা কাকে বলে? বাস্তব জগৎ ও ভার্চুয়াল জগতের মধ্যে পার্থক্য কী?
বুদ্ধিভিত্তিক ও ব্যবহারিক তথ্য অনুসন্ধানকে গবেষণা বলে। গবেষণা প্রধানত দুই প্রকার। যথা: ১. তাত্ত্বিক গবেষণা ও ২. ব্যবহারিক গবেষণা।
বাস্তব জগৎ ও ভার্চুয়াল জগতের মধ্যে পার্থক্য কী?
বাস্তবিকভাবে যেসব ঘটনার জন্ম হয় তা নিয়েই বাস্তব জগৎ। অন্যদিকে প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতন উদ্রেককারী বিজ্ঞাননির্ভর কল্পনাই হলাে ভার্চুয়াল জগৎ। বাস্তব জগৎ হলাে প্রকৃতি ও মানবসৃষ্ট সকল ঘটনা নিয়ে প্রতিষ্ঠিত।
ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে ব্যবহারকারী ঐ পরিবেশে মগ্ন হতে, বাস্তবের অনুকরণে সৃষ্ট দৃশ্য উপভােগ করতে, সেই সাথে বাস্তবের ন্যায় শ্রবণানুভূতি এবং দৈহিক ও মানসিক ভাবাবেগ, উত্তেজনা অনুভূতি প্রভৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এই ভার্চুয়াল জগৎ হলাে কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত।