যে ব্যক্তি আল্লাহর একত্ববাদ, তাঁর গুণাবলি, বিধান এবং পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানেন ও অন্তর দিয়ে বিশ্বাস করেন, তাকে মুমিন বলে।
কর্মবিমুখতা বলতে কি বুঝায়?
কর্মবিমুখতা বলতে কাজ না করার ইচ্ছাকে বোঝায়। সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো কাজ না করে অলস বা বেকার বসে থাকাকে কর্মবিমুখতা বলা হয়। কোনো অক্ষম ব্যক্তি যদি কোনো কাজ করতে না পারে তবে তা কর্মবিমুখতা নয়। যেমন– অন্ধ, বধির বা প্রতিবন্ধীরা শারীরিক কারণে সব ধরনের কাজ করতে সমর্থ নয়। বরং যোগ্যতা ও সামর্থ্য থাকা সত্ত্বেও অলসতা বা অন্য কোনো কারণে স্বেচ্ছায় কোনো কাজ না করে বেকার বসে থাকা হলো কর্মবিমুখতা।