নগরায়ন বিষয়ক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. নবপলীয় বিপ্লব শব্দটি কোন সমাজবিজ্ঞানী সর্বপ্রথম ব্যবহার করেন?
উত্তর : V. Gordon Childe.
প্রশ্ন-২. Urban শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর : ১৯০৬ সালে Pope, Urban শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন।
প্রশ্ন-৩. Urban শব্দটির উৎপত্তিগত শব্দ কি কি?
উত্তর : ল্যাটিন ‘Orbis’ এবং গ্রীক ‘Gorod’ শব্দ থেকে।
প্রশ্ন-৪. কেন্দ্রীয় অঞ্চল তত্ত্বের কয়টি অঞ্চল?
উত্তর : ৫টি।
প্রশ্ন-৫. বৃত্তকলা তত্ত্বের অঞ্চল কয়টি?
উত্তর : ৫টি।
প্রশ্ন-৬. বহুকেন্দ্রিক তত্ত্বের অঞ্চল কয়টি?
উত্তর : ৯টি।
প্রশ্ন-৭. Urbanism প্রত্যয়টি সর্বপ্রথম-কে ব্যবহার করেন?
উত্তর : ১৯৩৮ সালে Louis wirth সর্বপ্রথম Urbanism প্রত্যয়টি ব্যবহার করেন।
প্রশ্ন-৮. কেন্দ্রিক অঞ্চল তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : Ernest william Burgess.
প্রশ্ন-৯. বৃত্তকণা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : Homer Hoyt
প্রশ্ন-১০. বহুকেন্দ্রিক তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : Chauncy D. Harris ও Edward L. Ullman.
প্রশ্ন-১১. সমাজবিজ্ঞানীরা নগরায়নের ক্ষেত্রে কয়টি মৌলিক কারণের কথা বলেছেন?
উত্তর : দু’টি কারণ। যেমন– গ্রাম ছাড়তে বাধ্য করা ও শহরের আসতে মানুষকে আকৃষ্ট করা।
প্রশ্ন-১২. জনসংখ্যাগত পরিবর্তন প্রক্রিয়ার নিয়ামকগুলো কি কি?
উত্তর : স্বাভাবিক বৃদ্ধি, অভিভাসন, পুল ফ্যাক্টর ও পুশ ফ্যাক্টর।
প্রশ্ন-১৩. শহর বা নগর কি?
উত্তর : নগর বলতে বুঝায় এমন একটি সীমিত এলাকা যেখানে মোটামুটিভাবে স্থায়ী বসবাসকারী এমন একটি উল্লেখযোগ্য সংখ্যক জনগোষ্ঠী রয়েছে যারা অকৃষিজ পেশা বা কাজ-কর্মের মাধ্যমে জীবিকা নির্বাহ করে।
প্রশ্ন-১৪. নগর মানসিকতা কি?
উত্তর : নগর মানসিকতা হলো নগরায়ন প্রক্রিয়ার এমন বিশেষ দৃষ্টিভঙ্গি যা মানুষ নগরের সদস্য হিসেবে বসবাস করতে গিয়ে নিজের আয়ত্তে আনতে সক্ষম হয় এবং নিজেকে গ্রাম সমাজের সদস্যদের থেকে আলাদা করতে পরে।
প্রশ্ন-১৫. অতি নগরায়ন কি?
উত্তর : অতি নগায়ন হচ্ছে তৃতীয় বিশ্বের নগরায়নের স্বাভাবিক একটি প্রক্রিয়া যেখানে জনসংখ্যার চাপ অনুযায়ী অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ভৌত কাঠামোর সামঞ্জস্যপূর্ণ সম্প্রসারণ হয়নি এবং স্বাভাবিক উন্নয়নকে ব্যাহত করে থাকে।
প্রশ্ন-১৬. বস্তি কি?
উত্তর : বস্তি হলো এমন সব এলাকা, যেখানে ১। এলাকা ভিত্তিক জনবসতির ঘনত্ব উচ্চ;২। গৃহের নির্মাণ উপকরণ ভিত্তিক মান খুব নিচু; ৩। পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অতি নিম্নমানের; ৪। চলাচলের রাস্তা থাকলেও খুবই অপর্যাপ্ত; ৫। আবর্জনা পরিষ্কারের ব্যবস্থা অসন্তোষজনক এবং ৬। অধিকাংশ অধিবাসী অপ্রাতিষ্ঠানিক অর্থনৈতিক খাতে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “নগরায়ন বিষয়ক প্রশ্ন ও উত্তর” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।