অধ্যায়-৫ : সালোকসংশ্লেষণ, ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান

প্রশ্ন-১. পৃথিবীর সমস্ত শক্তির উৎস কী?উত্তর : সূর্য।

প্রশ্ন-২. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য উৎপন্ন হয়?

উত্তর : শর্করা।

প্রশ্ন-৩. সালোকসংশ্লেষণ কাকে বলে?

উত্তর : যে পদ্ধতিতে সবুজ উদ্ভিদেরা সূর্যের আলোয় তাদের নিজের খাদ্য নিজেরা তৈরি করে তাকে সালোকসংশ্লেষণ বলে।

প্রশ্ন-৪. সালোকসংশ্লেষণে কোন গ্যাস উৎপন্ন হয়?

উত্তর : সালোকসংশ্লেষণে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়।

প্রশ্ন-৫. উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে?

উত্তর : উদ্ভিদ সালোকসংশ্লেষণ নামক জৈব রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।

প্রশ্ন-৬. উদ্ভিদের পাতার কোন অঙ্গাণুটি সালোকসংশ্লেষণে অংশ নেয়?

উত্তর : উদ্ভিদের পাতার সবুজ প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়।

প্রশ্ন-৭. জীব জগতের প্রাথমিক খাদ্য কী?

উত্তর : জীব জগতের প্রাথমিক খাদ্য শর্করা জাতীয় খাদ্য।

প্রশ্ন-৮. পাতার রং সবুজ হয় কেন?

উত্তর : পাতায় ক্লোরোফিল থাকে তাই পাতার রং সবুজ।

প্রশ্ন-৯. শ্বসনের ফলে কী নির্গত হয়?

উত্তর : শ্বসনের ফলে শক্তি নির্গত হয়।

প্রশ্ন-১১। কখন সালোকসংশ্লেষণের হার কমে যায়?

উত্তরঃ উদ্ভিদে পটাশিয়ামের অভাব দেখা দিলে সালোকসংশ্লেষণের হার কমে যায়।

প্রশ্ন-১০. সালোকসংশ্লেষণ নির্গমন পরীক্ষায় দেয়াশলাইয়ের কাঠি ব্যবহার করা হয় কেন?

উত্তর : সালোকসংশ্লেষণ নির্গমন পরীক্ষায় দেয়াশলাইয়ের কাঠি ব্যবহার করা হয় অক্সিজেন গ্যাসের উপস্থিতি পরীক্ষার জন্য।

প্রশ্ন-১১. পাতাকে সালোকসংশ্লেষণের প্রধান স্থানরূপে গণ্য করার দুটি কারণ লেখো।

উত্তর : পাতাকে সালোকসংশ্লেষণের প্রধান স্থানরূপে গণ্য করার দুটি কারণ হলো—

i. পাতা চ্যাপ্টা ও সম্প্রসারিত হওয়ায় বেশি পরিমাণ সূর্যরশ্মি শোষণ করতে পারে।

ii. পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি থাকে।

প্রশ্ন-১২. সালোকসংশ্লেষণ প্রক্রিয়া পরিবেশকে দূষণমুক্ত রাখে- ব্যাখ্যা করো।

উত্তর : সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে প্রাণিকুলের জন্য ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড শোষিত হয় এবং শ্বসনের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন বায়ুমণ্ডলে সরবরাহ হয়। ফলে প্রাণীর জন্য ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পরিবেশে অতিরিক্ত হতে পারে না। এর ফলে পরিবেশ দূষণমুক্ত থাকে।

প্রশ্ন-১৩. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলোর প্রয়োজন হয় কেন?

উত্তর : সালোকসংশ্লেষণে সূর্যের আলো অর্থাৎ সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে ATP ও NADPH২ তে আবদ্ধ হয়। এই ATP ও NADPH2 কে আত্তীকরণ শক্তি বলা হয়। অন্ধকার পর্যায়ে এই আত্তীকরণ শক্তি CO2 বিজারণে ভূমিকা রেখে শর্করা তৈরিতে সাহায্য করে। তাই সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়ে শর্করা তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় আত্তীকরণ শক্তি ATP ও NADPH2 তৈরির জন্য সালোকসংশ্লেষণে সূর্যের আলোর প্রয়োজন হয়।

প্রশ্ন-১৪। গাছ কেন আলোর দিকে ঝুঁকে যায়?

উত্তরঃ গাছের কাণ্ড ও শাখা-প্রশাখার সবসময় আলোর দিকে চলন ঘটে। কাণ্ডের আলোর দিকে এরূপ চলনকে পজিটিভ ফটোট্রপিজম বলে। পজিটিভ ফটোট্রপিজমের ফলে গাছের অভ্যন্তরীণ বা বহিঃ উদ্দীপক দেহে উদ্দীপনা সৃষ্টি করে। ফলে গাছ আলোর দিকে ঝুঁকে যায়।

সালোকসংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হয় কেন?

উত্তর : উদ্ভিদের পাতা চ্যাপ্টা ও প্রসারিত হওয়ায় সূর্যালোক ও ক্লোরোপ্লাস্ট বেশি পরিমাণে ব্যবহারের সুযোগ পায়, এ ছাড়া অসংখ্য পত্ররন্ধ্র থাকার কারণে কার্বন ডাই-অক্সাইড বেশি পরিমাণে শোষিত হয়। তাই-ই সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি উদ্ভিদের পাতায়ই বেশি সংঘটিত হয়।

রাতে সালোকসংশ্লেষণ হয় না কেন?

উত্তর : সালোকসংশ্লেষণের প্রধান উপকরণ কার্বন ডাই-অক্সাইড, পানি, আলো ও ক্লোরোফিল। এদের কোনো একটির অনুপস্থিতিতে উদ্ভিদদেহে সালোকসংশ্লেষণ ঘটে না। রাতের বেলা আলোর অনুপস্থিতিতে সালোকসংশ্লেষণ সম্ভব নয়। তাই রাতে সালোকসংশ্লেষণ হয় না।

সবুজ পাতাকে খাদ্য তৈরির রাসায়নিক কারখানা বলা হয় কেন?

উত্তর : উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে। উদ্ভিদের পাতায় ক্লোরোপ্লাস্টের পরিমাণ সবচেয়ে বেশি। এ জন্য সবুজ পাতাকে খাদ্য তৈরির রাসায়নিক কারখানা বলা হয়।

 

 

শ্বসন ও সালোকসংশ্লেষণের সম্পর্ক নির্ণয় কর।

উত্তর : জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য একমাত্র সালোকসংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন হয়। প্রাণী হোক আর উদ্ভিদ হোক জীবের কর্মচাঞ্চল্যের মূলে রয়েছে খাদ্য, কারণ খাদ্যের সাথে শসনের নিবিড় সম্পর্ক। শ্বসনের ফলে শক্তি নির্গত হয়, এই তাপশক্তি সরবরাহকারী শ্বসন প্রক্রিয়াটির উপর উদ্ভিদ ও প্রাণী একান্তভাবে নির্ভরশীল। অর্থাৎ সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটির ওপর উদ্ভিদ ও প্রাণী একান্তভাবে নির্ভরশীল। এটাই শ্বসন ও সালোকসংশ্লেষণের মধ্যকার সম্পর্ক।

সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় উপাদান কয়টি ও কী কী?

উত্তরঃ সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় উপাদান চারটি। যথা– (i) সূর্যালোক (আলো), (ii) ক্লোরোফিল, (iii) কার্বন ডাই-অক্সাইড ও (iv) পানি।

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

সৃজনশীল প্রশ্ন ১ : শুক্রবার বিকালে আবির বন্ধুদের সাথে খেলতে গিয়ে মাঠে। একটি হট পড়ে থাকতে দেখে সে তা সরিয়ে দিল। আবির লক্ষ করল, ইটের নিচের ঘাসগুলো ফ্যাকাসে হয়ে গেছে। কিন্তু তার চারপাশের ঘাস স্বাভাবিক সতেজ। বাসায় এসে বাবাকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি ব্যাপারটি বুঝিয়ে দিলেন এবং বললেন সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি বায়ুকে দূষণমুক্ত রাখে।

ক. কোন রঙের প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়?

খ. মূলে সালোকসংশ্লেষণ হয় না কেন?

গ. আবিরের বাবা কীভাবে ব্যাপারটি বুঝিয়ে দিলেন? ব্যাখ্যা করো।

ঘ. আবিরের বাবার সর্বশেষ উক্তিটি কী যথাযথ? যুক্তি দিয়ে বিশ্লেষণ করো।

১নং প্রশ্নের উত্তর

ক. সবুজ রঙের প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়।

খ. উদ্ভিদের মূল সাধারণত বর্ণহীন ও মাটির নিচে থাকায় এতে ক্লোরোফিল থাকে না ও সূর্যের আলো পৌছাতে পারে না। তাই সূর্যের আলো ও ক্লোরোফিলের অভাবেই মূলে সালোকসংশ্লেষণ ঘটে না।

গ. আবিরের বাবা সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি বর্ণনা করে মাঠের সবুজ ঘাস ফ্যাকাসে হয়ে যাওয়া বুঝিয়ে দিলেন। সালোকসংশ্লেষণ একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যার মাধ্যমে সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড ও মাটিস্থ পানির সাহায্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। সবুজ প্লাস্টিড এ ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। কিন্তু দীর্ঘ সময় সূর্যালোকের অনুপস্থিতিতে সবুজ প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্ট বা বর্ণহীন প্লাস্টিডে পরিণত হয়।

এই কারণে দীর্ঘদিন ইটের নিচে চাপা পড়ে থাকায় ঘাসগুলো সূর্যালোকের অভাবে খাদ্য তৈরি করতে পারেনি। ফলে খাদ্যের অভাবে বর্ণহীন হয়ে যায়। কিন্তু তার পাশের ঘাস স্বাভাবিক সতেজ রয়েছে যেহেতু তারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পেরেছে।

ঘ. আবিরের বাবার সর্বশেষ উক্তিটি ছিল “সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি বায়ুকে দূষণমুক্ত রাখে”। এটি সঠিক কারণ, এ প্রক্রিয়ায় খাদ্য তৈরির পাশাপাশি উদ্ভিদের সবুজ অংশ বায়ুমণ্ডলে অক্সিজেন নির্গত করে এবং তা থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। এ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেন উদ্ভিদ ও প্রাণী শ্বসন প্রক্রিয়ায় ব্যবহার করে।

শ্বসন প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য ভেঙে শক্তি উৎপন্ন হয় এবং কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়। উদ্ভিদ এই কার্বন ডাই-অক্সাইড শোষণ করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহার করে। যদি উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড ব্যবহার না করত তবে বায়ুমণ্ডল দূষিত হয়ে যেত এবং পৃথিবী আমাদের বসবাসের অনুপযোগী হয়ে পড়ত।

উপর্যুক্ত আলোচনা থেকে বোঝা যাচ্ছে, উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে এবং অক্সিজেন ত্যাগ করে বায়ুমণ্ডলকে দূষণমুক্ত ও আমাদের বসবাসের উপযোগী করে তুলছে। কাজেই আবিরের বাবার উক্তিটি যথার্থ ছিল।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান হলো–

i. পানি

ii. আলো

iii. অক্সিজেন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii  খ) i ও iii

গ) ii ও iii  ঘ) i, ii ও iii

উত্তরঃ– ক) i ও ii

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *