প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কী?

যে সকল পদার্থ বায়ুর কোনো উপাদান দ্বারা (জলীয় বাষ্প, CO2, O2 ) আক্রান্ত হয় না, দীর্ঘদিন রেখে দিলে দ্রবণের ঘনমাত্রার পরিবর্তন হয় না তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। যেমন- – Na2CO3,  K2Cr2O7 ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *