পরিবেশ রক্ষায় রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহার বলতে কি বুঝ?
উত্তর : অন্যান্য রাসায়নিক প্রক্রিয়ার মতই রসায়ন ল্যাবেও প্রায়ই অতিরিক্ত রাসায়নিক দ্রব্য বা অপদ্রব্য তৈরি হয়। যার পরিত্যাগ পরিবেশের উপর খারাপ প্রভাব ফেলে। তাই গ্রীন কেমিস্ট্রির ধারণা অনুসারে যদি পরিমাণগতভাবে আগে থেকেই পরীক্ষণে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য নির্ভুলভাবে মেপে নেয়া যায়, তাহলে পরীক্ষণ শেষে অতিরিক্ত রাসায়নিক দ্রব্যের ঝুঁকি কমে যায়। আবার, ক্ষতিকারক অপদ্রব্য বা দ্রাবককে যদি পুনঃব্যবহার করার প্রযুক্তি ব্যবহার করা যায় বা পরীক্ষাগারের ক্ষতিকারক বর্জ্য থেকে যদি মূল্যবান কিছু তৈরি করা যায়, তা পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব কমায়।