পড়াশোনা
1 min read

ই-কমার্স (E-commerce) কাকে বলে? বাংলাদেশের জনপ্রিয় ই-কমার্স সাইটের নাম কি?

ইন্টারনেট ব্যবহার করে বেচাকেনা করাকে ই-কমার্স বলে। ই-কমার্স ব্যবসা বাণিজ্যের আধুনিকরূপ। ই-কমার্স ব্যবস্থায় বিক্রেতা ইন্টারনেটের মাধ্যমে তার পণ্য বিক্রয় করেন। ক্রেতা ইন্টারনেটে পণ্য পছন্দ করেন এবং বিল পরিশোধ করার মাধ্যমে পণ্য ক্রয় করেন। বর্তমানে বই থেকে শুরু করে জামা, কাপড়, খাবার, শৌখিন সামগ্রী ইত্যাদি ই-কমার্সের মাধ্যমে বেচাকেনা হচ্ছে। বাংলাদেশের জনপ্রিয় ই-কমার্স সাইট হলো বিক্রয় ডট কমসেল বাজারবিডি স্টোরএখানেই ডট কমআজকের ডিল ইত্যাদি।

Rate this post