বায়ু দূষণের কারণসমূহ কী কী? বায়ু দূষণ নিয়ন্ত্রণের উপায়
বিভিন্ন কারণে বায়ু দূষিত হয়ে থাকে। তারমধ্যে মোটরগাড়ি, কলকারখানার ধোঁয়া, কীটনাশক, আগাছানাশক, কলকারখানার বর্জ্য, ধূলিকণা প্রভৃতি অন্যতম। এগুলো থেকে বাতাসে সালফার ডাই-অক্সাইড, কার্বন ডাই-অক্সাইড,কার্বন মনোক্সাইড, সীসা, হাইড্রোকার্বন মিশে বায়ু দূষিত হয়ে থাকে।
নিয়ন্ত্রণের উপায় : বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য মোটরগাড়ির কালো ধোঁয়া নিয়ন্ত্রণ করতে হবে। কলকারখানার ধোঁয়া ও বর্জ্য নির্গত হওয়ার ক্ষেত্রে সরকারিভাবে আইন করে বন্ধ করতে হবে। কীটনাশক ও আগাছানাশকের যথেষ্ট ব্যবহার না করে জৈব প্রযুক্তি ব্যবহারে কৃষকদের অনুপ্রাণিত করতে হবে। সিএফসি গ্যাসের ব্যবহার বন্ধ করতে হবে।