পড়াশোনা
1 min read

আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে? আলোক রশ্মিগুচ্ছ কত প্রকার ও কি কি?

পাশাপাশি অনেকগুলো আলোকরশ্মির সমষ্টিকে আলোক রশ্মিগুচ্ছ বা আলোক কিরণ বলে।

আলোক রশ্মিগুচ্ছ তিন প্রকার। যথাঃ-

১। সমান্তরাল রশ্মিগুচ্ছ

২। অভিসারী রশ্মিগুচ্ছ এবং

৩। অপসারী রশ্মিগুচ্ছ।

 

১। সমান্তরাল রশ্মিগুচ্ছঃ কোন রশ্মিগুচ্ছের আলোক রশ্মিগুলো যদি পরস্পরের সমান্তরালে চলে তাহলে ঐ রশ্মিগুচ্ছকে সমান্তরাল রশ্মিগুচ্ছ বলে। যেমন : সূর্য থেকে আগত রশ্মিগুচ্ছ।

২। অভিসারী রশ্মিগুচ্ছঃ কোন রশ্মিগুচ্ছের অসমান্তরাল আলোক রশ্মিগুলো যদি কোনো এক বিন্দুতে মিলিত হয় বা বর্ধিত করলে যদি মিলিত হয়, তা হলে সেই রশ্মিগুচ্ছকে অভিসারী রশ্মিগুচ্ছ বলে।

৩। অপসারী রশ্মিগুচ্ছঃ কোন রশ্মিগুচ্ছের অসমান্তরাল আলোক রশ্মিগুলো যদি কোনো বিন্দু হতে উৎপন্ন হয়ে ছড়িয়ে পড়ে বা ছড়িয়ে পড়ছে বলে মনে হয়, তা হলে সেই রশ্মিগুচ্ছকে অপসারী রশ্মিগুচ্ছ বলে।

1/5 - (1 vote)