রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. বিক্রিয়ক কাকে বলে?
উত্তর :
 রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থ অংশগ্রহণ করে তাকে বিক্রিয়ক বলে।

প্রশ্ন-২. রাসায়নিক বিক্রিয়া কাকে বলে?
উত্তর :
 যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু এক বা একাধিক নতুন বস্তুতে রূপান্তরিত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে।

প্রশ্ন-৩. সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে?
উত্তর :
 যে বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে।
প্রশ্ন-৪. সংযোজন বিক্রিয়া কী?
উত্তর :
 যে রাসায়নিক বিক্রিয়াতে একাধিক মৌল বা যৌগ মিলে নতুন এক বা একাধিক যৌগ গঠন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে।

প্রশ্ন-৫. তাপোৎপাদী বিক্রিয়া কাকে বলে?
উত্তর :
 যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপোৎপাদী বিক্রিয়া বলে।

প্রশ্ন-৬. তাপহারী বিক্রিয়া কাকে বলে?
উত্তর :
 যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে।

প্রশ্ন-৭. বিয়োজন বিক্রিয়া কাকে বলে
উত্তর :
 যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌলে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে।

প্রশ্ন-৮. পানিযোজন বিক্রিয়া কাকে বলে?
উত্তর :
 যে বিক্রিয়ায় আয়নিক যৌগ কেলাস গঠনের সময় এক বা একাধিক সংখ্যক পানির সাথে যুক্ত হয় তাকে পানিযোজন বিক্রিয়া বলে।

প্রশ্ন-৯. অধঃক্ষেপণ বিক্রিয়া কাকে বলে?
উত্তর :
 যে বিক্রিয়ায় উৎপন্ন যৌগ অধঃক্ষেপ হিসেবে পাত্রের তলদেশে জমা হয় তাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলে।

প্রশ্ন-১০. সমাণুকরণ বিক্রিয়া কাকে বলে?
উত্তর :
 যে বিক্রিয়ায় কোন পদার্থের একটি অণুতে পরমাণুগুলোর অভ্যন্তরীণ গঠন পরিবর্তিত হয়ে নতুন একটি অণুর সৃষ্টি করে অর্থাৎ একটি সমাণু থেকে অপর একটি সমাণু তৈরি হয়, সেই বিক্রিয়াকে সমাণুকরণ বিক্রিয়া বলে।

প্রশ্ন-১১. নিউক্লিয়ার বিক্রিয়া বলতে কী বুঝায়?
উত্তর :
 যে বিশেষ ধরনের বিক্রিয়ায় বড় নিউক্লিয়াস ভেঙে ছোট নিউক্লিয়াস তৈরি করে অথবা অসংখ্য ছোট ছোট নিউক্লিয়াস একসাথে যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস উৎপন্ন করে এবং বিক্রিয়ার সময় প্রচুর শক্তি উৎপন্ন হয় তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে।

প্রশ্ন-১২. জারণ-বিজারণ বিক্রিয়া কি?
উত্তর :
 জারণ-বিজারণ বিক্রিয়া হল এমন একটি রাসায়নিক বিক্রিয়া যাতে জারক পদার্থ বিজারিত এবং বিজারক পদার্থ জারিত হয়। একে রিডক্স বিক্রিয়াও বলা হয়। এই বিক্রিয়ায় একই সাথে জারণ ও বিজারণ ঘটে।

প্রশ্ন-১৩. বিক্রিয়ার হার কাকে বলে?
উত্তর :
 একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার গতিবেগ বা হার বলে।
প্রশ্ন-১৪. পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে?
উত্তর : যে বিক্রিয়ায় কোনো পদার্থের অনেকগুলো ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে সেই বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলে।
প্রশ্ন-১৫. অপসারণ বিক্রিয়া কাকে বলে?
উত্তর :
 যে বিক্রিয়ায় কোনো যৌগের অণুর পাশাপাশি দুটি কার্বন পরমাণু হতে দুটি বা চারটি পরমাণু বা মূলক প্রতিস্থাপিত হয়ে একাধিক বন্ধন সৃষ্টি করে এবং একাধিক যৌগের অণু উৎপন্ন হয় তাকে অপসারণ বিক্রিয়া বলে।

প্রশ্ন-১৬. অসামঞ্জস্য বিক্রিয়া কাকে বলে?
উত্তর :
 যে বিক্রিয়ায় কোনো মৌলের দুটি পরমাণু বা একই আয়নসমূহের মধ্যে একই সাথে জারণ ও বিজারণ ঘটে সে বিক্রিয়াকে উক্ত মৌলের অসামঞ্জস্য বিক্রিয়া বলে।

প্রশ্ন-১৭. সাম্যাবস্থা কাকে বলে?
উত্তর :
 যখন কোনো উভমুখী বিক্রিয়ায় সম্মুখ বিক্রিয়ার হার ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয় তখন সে অবস্থাকে বিক্রিয়ার সাম্যাবস্থা বলে।

প্রশ্ন-১৮. আদ্র বিশ্লেষণ বিক্রিয়া কাকে বলে?
উত্তর :
 যে বিক্রিয়ায় কোনো যৌগের দুই অংশ পানির বিপরীত আধান বিশিষ্ট দুই অংশের সাথে যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে তাকে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বলে।

প্রশ্ন-১৯. জারণ-বিজারণের আধুনিক সংজ্ঞা কি?
উত্তর :
 যে বিক্রিয়ায় কোন রাসায়নিক সত্ত্বা ইলেকট্রন ত্যাগ এবং অপর কোন রাসায়নিক সত্ত্বা ঐ ইলেকট্রন গ্রহণ করে তাকে জারণ-বিজারণ বিক্রিয়া বা রিডক্স বিক্রিয়া বলা হয়।

প্রশ্ন-২০. দ্বিবিযোজন বিক্রিয়া কাকে বলে?
উত্তর :
 যে বিক্রিয়ায় দুইটি যৌগ পরস্পরের মধ্যে তাদের উপাদান মূলক বা পরমাণু বিনিময় করে দুইটি নতুন যৌগ উৎপন্ন করে তাকে দ্বিবিযোজন বিক্রিয়া বলে।

প্রশ্ন-২১. নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া কাকে বলে?
উত্তর : 
যে নিউক্লিয়ার বিক্রিয়ায় ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াসে পরিণত হয় তাকে নিউক্লিয়ার ফিউশন (Nuclear fusion) বিক্রিয়া বলে।

প্রশ্ন-২২. দহন তাপ কাকে বলে?
উত্তর :
 নির্দিষ্ট তাপমাত্রায় ও 1 atm চাপে 1 মোল (mol) কোন মৌলিক বা যৌগিক পদার্থকে অক্সিজেনে সম্পূর্ণভাবে দহন করলে এনথালপির যে পরিবর্তন (ΔH) ঘটে তাকে দহন তাপ বলে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *