পড়াশোনা

চৌম্বক পদার্থ কাকে বলে? চৌম্বক পদার্থ কত প্রকার ও কি কি?

1 min read

যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে প্রভাবিত হয়, তাদেরকে চৌম্বক পদার্থ বলে। যথা: কাচা লোহা, ইস্পাত, নিকেল ইত্যাদি চৌম্বক পদার্থ। চৌম্বক পদার্থ তিন প্রকার। এগুলো হলো–

  1. প্যারা-ম্যাগনেটিক পদার্থ : যে সব চৌম্বক পদার্থ চুম্বকের প্রভাবে খুব কম পরিমাণ আকর্ষিত হয় তাকে প্যারা-ম্যাগনেটিক পদার্থ বলে। যেমনঃ অ্যালুমিনিয়াম, প্লাটিনাম ইত্যাদি প্যারা-ম্যাগনেটিক পদার্থের উদাহরণ।
  2. ডায়া-ম্যাগনেটিক পদার্থ : যে সব চৌম্বক পদার্থ চুম্বকের প্রভাবে বিকর্ষিত হয়, তাকে ডায়া-ম্যাগনেটিক পদার্থ বলে। যেমনঃ দস্তা, পারদ, পানি, স্বর্ণ, সীসা, টিন ইত্যাদি ডায়া-ম্যাগনেটিক পদার্থের উদাহরণ।
  3. ফেরো-ম্যাগনেটিক পদার্থ : যে সব চৌম্বক পদার্থ চুম্বকের প্রভাবে খুব বেশি আকর্ষিত হয়, তাকে ফেরো-ম্যাগনেটিক পদার্থ বলে। যেমনঃ লোহা, ইস্পাত, কোবাল্ট ইত্যাদি ফেরো-ম্যাগনেটিক পদার্থের উদাহরণ।
3/5 - (13 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x