পড়াশোনা
1 min read

ল্যাম্প হোল্ডার (Lamp Holder) কাকে বলে? ল্যাম্প হোল্ডারের শ্রেণিবিভাগ।

Updated On :

বৈদ্যুতিক তারের সাথে বাতি লাগানোর জন্য যে ফিটিংস ব্যবহার করা হয়, তাকে ল্যাম্প বা বাতি হোল্ডার বলে।

ল্যাম্প হোল্ডারের শ্রেণিবিভাগ
গঠন ও ব্যবহার অনুযায়ী ল্যাম্প বা বাতির হোল্ডারকে নিম্নরূপ ভাগে ভাগ করা যায়। যথা-
১। ব্যাটেন হোল্ডার,
২। পেনডেন্ট হোল্ডার,
৩। ব্রাকেট হোল্ডার,
৪। ফ্লোরোসেন্ট ল্যাম্প হোল্ডার,
৫। স্যুইভেল হোল্ডার,
৬। পুশ পুল হোল্ডার,
৭। কী সুইচ হোল্ডার ইত্যাদি।

Rate this post