কাজ কাকে বলে? কাজ কত প্রকার ও কি কি? কাজের একক কি?

কাজ কি বা কাকে বলে? (What is Work in Bengali/Bangla?)

কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলে, বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলে। কাজ = F.S হেলানো তল এর ক্ষেত্রে কাজ = FScosθ [যেখানে 0≤θ≤180]

কাজ দুই প্রকার যথা–

  • ধনাত্মক কাজ
  • ঋণাত্মক কাজ
ধনাত্মক কাজ : কোনো বস্তুর ওপর বল প্রয়োগে যদি বলের দিকে বস্তুর সরণ হয় অথবা বলের দিকে সরণের উপাংশ থাকে তবে ওই বল দ্বারা কৃত কাজের ধনাত্মক কাজ বা বল দ্বারা কাজ বলে।
ঋণাত্মক কাজ : কোনো বস্তুর ওপর বল প্রয়োগের ফলে বলের বিপরীত দিকে বস্তুর সরণ ঘটলে বা বলের বিপরীত দিকে সরণের উপাংশ থাকলে যে কাজ সম্পন্ন হয় তাকে ঋণাত্মক কাজ বলে।
কাজের একক (Unit of Work)
বলের একককে দূরত্বের একক দিয়ে গুণ করলে কাজের একক পাওয়া যায়। যেহেতু বলের একক নিউটন (N) এবং দূরত্বের একক হলো মিটার (m), সুতরাং কাজের একক হবে নিউটন মিটার (Nm)। একে জুল বলা হয়।

50 J কাজ বলতে কী বুঝায়?

1N বল প্রয়োগের ফলে যদি বলের দিকে কোন বস্তুর সরণ 50 m হয়, তাহলে সম্পন্ন কাজের পরিমাণকে 50 J বলে।

কাজ ও ক্ষমতার মধ্যে পার্থক্য কি? (What is the difference between work and power?)

কাজ ও ক্ষমতার মধ্যে পার্থক্য নিচে উল্লেখ করা হলো–

কাজ

  • কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলে বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলে।
  • কাজ পরিমাপ করতে সময়ের প্রয়োজন হয় না।
  • কাজ = বল × সরণ

ক্ষমতা

  • কোনো ব্যক্তি বা উৎস দ্বারা সম্পাদিত কাজের হারই হলো ক্ষমতা।
  • ক্ষমতা পরিমাপ করতে সময়ের প্রয়োজন হয়।
  • ক্ষমতা = কাজ/সময়।

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “কাজ কাকে বলে? কাজ কত প্রকার ও কি কি? কাজের একক কি?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts