কাজ কাকে বলে? কাজ কত প্রকার ও কি কি? কাজের একক কি?
কাজ কি বা কাকে বলে? (What is Work in Bengali/Bangla?)
কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলে, বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলে। কাজ = F.S হেলানো তল এর ক্ষেত্রে কাজ = FScosθ [যেখানে 0≤θ≤180]
কাজ দুই প্রকার যথা–
- ধনাত্মক কাজ
- ঋণাত্মক কাজ
50 J কাজ বলতে কী বুঝায়?
1N বল প্রয়োগের ফলে যদি বলের দিকে কোন বস্তুর সরণ 50 m হয়, তাহলে সম্পন্ন কাজের পরিমাণকে 50 J বলে।
কাজ ও ক্ষমতার মধ্যে পার্থক্য কি? (What is the difference between work and power?)
কাজ ও ক্ষমতার মধ্যে পার্থক্য নিচে উল্লেখ করা হলো–
কাজ
- কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলে বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলে।
- কাজ পরিমাপ করতে সময়ের প্রয়োজন হয় না।
- কাজ = বল × সরণ
ক্ষমতা
- কোনো ব্যক্তি বা উৎস দ্বারা সম্পাদিত কাজের হারই হলো ক্ষমতা।
- ক্ষমতা পরিমাপ করতে সময়ের প্রয়োজন হয়।
- ক্ষমতা = কাজ/সময়।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “কাজ কাকে বলে? কাজ কত প্রকার ও কি কি? কাজের একক কি?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।