সার্ভার হচ্ছে এক ধরনের কম্পিউটার যা আকারে বড় এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন। যে কোনো নেটওয়ার্কে অবস্থিত হাজার হাজার কম্পিউটারকে নিয়ন্ত্রণ করার জন্য সার্ভার কম্পিউটার ব্যবহার করা হয়। সার্ভার কম্পিউটার তার নেটওয়ার্কের অন্তর্ভুক্ত সকল কম্পিউটারকে বিভিন্ন রকম সেবা দিয়ে থাকে।
প্রয়োজনে নেটওয়ার্কে কম্পিউটার সংযোজন বা বিয়োজন করতে পারে। একটি নেটওয়ার্কে কম্পিউটারের পরিমাণ বেশি হলে একাধিক সার্ভার কম্পিউটার ব্যবহৃত হতে পারে। সার্ভার কম্পিউটার নিয়ন্ত্রণ করার জন্য দক্ষ লোকের প্রয়োজন হয়।
সামাজিক জীবনে কম্পিউটারের গুরুত্ব লিখ।
কম্পিউটার বর্তমান জীবনের এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ। জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে কম্পিউটার। সামাজিক জীবনে আমূল পরিবর্তনের জন্য কম্পিউটারের ভূমিকা ব্যাপক। নিচে সামাজিক জীবনে কম্পিউটারের গুরুত্ব উল্লেখ করা হলো:
- শিক্ষাক্ষেত্রে কম্পিউটারঃ শিক্ষাব্যবস্থায় সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিকতার ছোঁয়া দিয়েছে কম্পিউটার। পাঠদান, পরীক্ষা পদ্ধতি, শিক্ষা ব্যবস্থাপনাসহ শিক্ষা সম্পর্কিত অন্যান্য ক্ষেত্রে পরিবর্তন এবং আধুনিক করতে কম্পিউটারের ভূমিকা ব্যাপক।
- চিকিৎসা ক্ষেত্রেঃ কম্পিউটারের ব্যবহার চিকিৎসা ক্ষেত্রেও ঘটিয়েছে বিপ্লব। রোগ নির্ণয়, চিকিৎসা, ঔষধ তৈরি ইত্যাদি ক্ষেত্রে কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- যোগাযোগ ব্যবস্থায়ঃ কম্পিউটারের ব্যবহার যোগাযোগ ব্যবস্থা উন্নত ও সজতর করতে সহায়ক ভূমিকা পালন করছে। যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ অন্ন্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে ব্যবহৃত হচ্ছে কম্পিউটার।
- সামাজিক যোগাযোগঃ কম্পিউটারের সাহায্যে ইন্টারনেট ব্যবহার সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নিয়ে এসেছে নতুন মাত্রা। ইন্টারনেটে যুক্ত কোনো মানুষই আর দূরবর্তী কেউ নয়। পরস্পরের মাঝে যোগাযোগ সহজ করে দিচ্ছে কম্পিউটার।
- কৃষি ও শিল্পক্ষেত্রে কম্পিউটারঃ কৃষি ব্যবস্থাপনা সহ অন্যান্য ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শিল্পায়নে উৎপাদন থেকে শুরু করে গ্রাহক পর্যায়ে পৌঁছানো পর্যন্ত কম্পিউটার ব্যবহৃত হচ্ছে।