পর্যাবৃত্ত গতি কাকে বলে? পর্যাবৃত্ত গতির উদাহরণ।
কোন গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথে কোন নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে তবে ঐ কণার গতিকে পর্যাবৃত্ত গতি বলে। এই গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে। উদাহরণঃ ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি।
এ সম্পর্কিত আরও প্রশ্ন ও উত্তরঃ–
১। পর্যাবৃত্ত গতি ও সরল ছন্দিত গতির পার্থক্য কী?
উত্তর : পর্যাবৃত্ত গতি সরলরৈখিক নাও হতে পারে (যেমন, বৃত্তাকার)। কিন্তু সরল ছন্দিত গতি সর্বদাই সরলরৈখিক হয়।
সরল ছন্দিত গতির ক্ষেত্রে ত্বরণ, সাম্যাবস্থান হতে সরণের সমানুপাতিক হয়। কিন্তু পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে এরূপ কোনো শর্ত নেই।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। নিয়মিত ব্যবধানে কোনো কিছুর পুনঃপুনঃ সংঘটিত হওয়াকে কী বলে?
ক) সরল ছন্দিত
খ) পর্যাবৃত্ততা
গ) পর্যাবৃত্ত গতি
ঘ) স্থিতিস্থাপকতা
উত্তরঃ খ) পর্যাবৃত্ততা
২। পর্যায়ক্রমকে কয়ভাবে বর্ণনা করা যায়?
ক) ২ খ) ৩
গ) ৪ ঘ) ৫
উত্তরঃ ক) ২
৩। নিচের কোনটি অধিক পর্যাবৃত্ত?
ক) ঘড়ির মিনিটের কাঁটা
খ) নাগোরদোলা
গ) মাইক্রোবাস
ঘ) নদীর স্রোত
উত্তরঃ ক) ঘড়ির মিনিটের কাঁটা