কোপ্রসেসর কি? ইপিরম ও ইইপিরমের মধ্যে পার্থক্য লিখ।

কো-প্রসেসর বিশেষ ধরনের মাইক্রোপ্রসেসর যা দ্বারা এক বা একাধিক কাজ করা যায়। সর্বাধিক প্রচলিত কোপ্রসেসর হলো ম্যাথ কো-প্রসেসর। ইহা গাণিতিক হিসাব-নিকাশের গতিকে অনেকগুণ বাড়িয়ে দেয়। বর্তমানে নির্মাতারা প্রধান প্রসেসরের মধ্যেই কোপ্রসেসর অন্তর্ভুক্ত করেন। যেমন- ইন্টেল কর্পোরেশন পেন্টিয়াম এর ভিতরে ম্যাথ কো-প্রসেসর সংযুক্ত করেছে। উদাহরণঃ Intel 8087, 80287, 80387 Cyrix 83DS7, EMC87 ইত্যাদি।

 

ইপিরম ও ইইপিরমের মধ্যে পার্থক্য লিখ।

ইপিরম ও ইইপিরমের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

ইপিরম

১. EPROM এর পূর্ণরূপ হচ্ছে Erasable Programble Read Only Memory।

২. আলোকরশ্মি (অতিবেগুনী রশ্মি) ব্যবহার করে ইপিরমে সংরক্ষিত ডেটা মুছে দেয়া হয়।

৩. ইপিরমের ডেটা মুছতে গেলে সংরক্ষিত সমস্ত ডেটাই মুছে যায়।

৪. সংরক্ষিত তথ্য মুছতে বেশি সময় লাগে।

 

ইইপিরম

১. EEPROM এর পূর্ণরূপ হচ্ছে Electrically Erasable Programable Read Only Memory।

২. ইলেকট্রিক্যাল পদ্ধতিতে ইইপিরমে সংরক্ষিত ডেটা মুছে দেয়া হয়।

৩. কোন বিশেষ অংশ বা মেমোরি সেলের ডেটা মুছে দেয়া যায়; এতে অন্য ডেটার কোন ক্ষতি হয় না।

৪. সংরক্ষিত তথ্য মুছতে কম সময় লাগে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *