অ্যাম্পিয়ার কাকে বলে? ট্রান্সফর্মার কত প্রকার ও কি কি?
কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে এক কুলম্ব চার্জ অতিক্রম করলে যে তড়িৎ প্রবাহমাত্রার সৃষ্টি হয় তাকে অ্যাম্পিয়ার বলে।
ট্রান্সফর্মার কত প্রকার ও কি কি?
ট্রান্সফর্মার কয়েক প্রকারের হতে পারে।
১. কার্যপ্রণালীর ভিত্তিতে ট্রান্সফর্মার দুই প্রকার। যথা:
ক. উচ্চ ধাপী বা আরোহী ট্রান্সফর্মার
খ. নিম্ন ধাপী বা অবরোহী ট্রান্সফর্মার
২. আকৃতি ও গঠন অনুসারে ট্রান্সফর্মার দুই প্রকার। যথা:
ক. কোর আকৃতি
খ. শেল আকৃতি
কোর আকৃতির ট্রান্সফর্মার আবার দুই প্রকার। যথা:
ii) বদ্ধ কোর
৩. শীতল করার পদ্ধতি অনুযায়ী ট্রান্সফর্মার দুই প্রকার। যথা:
ক. তেল দ্বারা শীতলকৃত ট্রান্সফর্মার
খ. বায়ু দ্বারা শীতলকৃত ট্রান্সফর্মার
৪. স্থাপন প্রণালী অনুযায়ী ট্রান্সফর্মার দুই প্রকার। যথা:
ক. গৃহমধ্যে অবস্থিত বা ইনডোর টাইপ
খ. উন্মুক্তস্থানে অবস্থিত বা আউটডোর টাইপ
৫. বিদ্যুৎ সরবরাহ ক্ষেত্র ও কাজের উপর ভিত্তি করে ট্রান্সফর্মার দুই প্রকার। যথা:
ক. সিঙ্গেল ফেজ
খ. থ্রি ফেজ
৬. বিশেষ ব্যবহার অনুসারে ট্রান্সফর্মার আবার দুই প্রকার। যথা:
ক. ভোল্টেজ ট্রান্সফর্মার
খ. কারেন্ট ট্রান্সফর্মার