লব্ধ একক কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা
যেসব একক মৌলিক একক হতে পাওয়া যায় তাকে লব্ধ একক বলে। যেমনঃ বল একটি লব্ধ একক। কারণ, আমরা জানি, বল = ভর × ত্বরণ = ভর × দূরত্ব/(সময়)২।
এখানে, বল একটি লব্ধ রাশি, যা তিনটি মৌলিক রাশি ভর, দূরত্ব ও সময়ের সাথে সম্পর্কিত। ভর, দূরত্ব ও সময়ের একক থেকে বলের একক নির্ণয় করা যায়। সুতরাং বল একটি লব্ধ একক।