পরম স্থিতি ও পরম গতি কাকে বলে?
পরম স্থিতি (Absolute rest) : এই পৃথিবীতে গাছপালা, দালান কোঠা কিংবা লাইটপোস্ট সবকিছুই আমাদের কাছে স্থির মনে হয়। কিন্তু আমরা জানি, পৃথিবী মূলত সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণনরত। আবার মহাকাশের অন্যান্য নক্ষত্রের সাপেক্ষে সূর্যও গতিশীল।
ফলে এই মহাবিশ্বে পরম স্থির কোন বস্তু পাওয়া সম্ভব নয়। পরম স্থির কোন বস্তুর স্থির থাকার ঘটনাকে পরম স্থিতি বলে।
পরম গতি (Absolute Motion) : পরম স্থির কোন বস্তুর সাপেক্ষে কোন বস্তুর গতিকে তার পরম গতি বলে।