আণবিক সংকেত কাকে বলে? আণবিক সংকেতের তাৎপর্য কি?
কোনো যৌগের অণুতে কোন কোন মৌল আছে এবং প্রতিটি মৌলের পরমাণুসমূহের প্রকৃত সংখ্যা কত তার সংক্ষিপ্ত প্রকাশকে ঐ যৌগের আণবিক সংকেত বলে।
উদাহরণ : পানির একটি অণুতে হাইড্রোজেনের ২টি পরমাণু এবং অক্সিজেনের ১টি পরমাণু থাকে। সুতরাং পানির আণবিক সংকেত H2O।
আণবিক সংকেতের তাৎপর্য
আণবিক সংকেতের দু’ধরনের তাৎপর্য রয়েছে। যথা– গুণগত তাৎপর্য ও পরিমাণগত তাৎপর্য
গুণগত তাৎপর্য :
- কোন সংকেত দ্বারা একটি নির্দিষ্ট বস্তু বা পদার্থ বোঝায়। যেমন– H2SO4 সংকেত দ্বারা একটি নির্দিষ্ট বস্তু সালফিউরিক এসিড বোঝায়।
- সংকেত দ্বারা বস্তুটি কী কী মৌল দ্বারা গঠিত তা বোঝায়। যেমন– H2SO4 সংকেত দ্বারা বুঝা যায় যে বস্তুটি হাইড্রোজেন, অক্সিজেন ও সালফার এ তিনটি মৌল দ্বারা গঠিত।
- সংকেত থেকে সংক্ষেপে পদার্থের নাম জানা যায়।
পরিমাণগত তাৎপর্য :
- কোনো বস্তুর প্রতিটি অণুতে উপাদান মৌলের কয়টি পরমাণু আছে সংকেত তা নির্দেশ করে।
- সংকেত দ্বারা বস্তুটির আণবিক ভর জানা যায়।
- কোন যৌগের সংকেত যৌগটিতে বিদ্যমান মৌলসমূহের আপেক্ষিক ভর নির্দেশ করে।
- রাসায়নিক সমীকরণে কোনো সংকেত সংশ্লিষ্ট পদার্থের একটি অণুকে বোঝায়।
- যৌগের মৌলগুলো কী কী ওজন অনুপাতে পরস্পর যুক্ত হয় তা সংকেত থেকে জানা যায়।