পড়াশোনা

স্থূল সংকেত কাকে বলে? স্থূল সংকেত নির্ণয়ের নিয়ম কি?

1 min read

যে সংকেত অণুতে বর্তমান বিভিন্ন মৌলের পরমাণুর সরল অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। উদাহরণস্বরূপ, হাইড্রোজেন পারঅক্সাইড (H2O2)-এর অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু ও দুটি অক্সিজেন পরমাণু আছে এবং পরমাণুগুলাের সংখ্যার অনুপাত হচ্ছে 1 : 1। সুতরাং হাইড্রোজেন পারঅক্সাইডের স্থূল সংকেত HO। অনুরূপভাবে বেনজিন ও এসিটিলিনের স্থূল সংকেত CH। পদার্থের অণুতে বিভিন্ন মৌলের শতকরা পরিমাণ ও তাদের পারমাণবিক ভর থেকে স্থূল সংকেত গণনা করা হয়।

 

স্থূল সংকেত নির্ণয়ের নিয়ম
নিচের নিয়মগুলাে অনুসরণ করে স্থূল সংকেত নির্ণয় করা হয়।
(১) প্রথমে প্রতিটি মৌলের শতকরা পরিমাণ যােগ করে দেখা হয় যােগফল 100 বা তার খুব কাছাকাছি হয় কি না। এরূপ হলে মনে করা হয় অণুতে আর অন্য মৌল নাই। কিন্তু যােগফল 100 হতে যথেষ্ট কম হলে যৌগটি যে সকল পরমাণু নিয়ে গঠিত তাদের যেটির উল্লেখ করা হয় নাই বিয়ােগফলকে তারই শতকরা হার ধরা হয়।
(২) প্রতিটি মৌলের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ করে যৌগস্থিত মৌলসমূহের পরমাণুগুলাের আপেক্ষিক অনুপাত বের করা হয়।

(৩) আপেক্ষিক অনুপাতটিকে অপেক্ষাকৃত সরল করার জন্য ক্ষুদ্রতম সংখ্যাটি দিয়ে প্রত্যেক সংখ্যাকে ভাগ করা হয়। এভাবে প্রাপ্ত ভাগফলই ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুগুলাের সংখ্যা নির্দেশ করে। যেহেতু কোন যৌগেই পরমাণু ভগ্নাংশ থাকতে পারে না, কাজেই পরমাণুগুলাের সংখ্যাকে পূর্ণ সংখ্যায় পরিণত করা জন্য তাদের প্রত্যেককেই কোন সুবিধাজনক সংখ্যা (সাধারণত ক্ষুদ্রতম সংখ্যা) দিয়ে ভাগ করা হয়। পরমাণুর এই পূর্ণ সংখ্যাই হলাে যৌগের স্থূল সংকেতের মৌলসমূহের নিজ নিজ পরমাণু সংখ্যা।

1/5 - (1 vote)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x