Modal Ad Example
পড়াশোনা

বিয়োজন বিক্রিয়া কাকে বলে? বিয়োজন বিক্রিয়ার উদাহরণ

1 min read
যে বিক্রিয়ার মাধ্যমে কোন যৌগকে ভেঙ্গে একাধিক যৌগ বা মৌলে পরিণত করা হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে।

উদাহরণ : চুনাপাথর (ক্যালসিয়াম কার্বনেট) উত্তাপে বিয়োজিত হয়ে তার সরল উপাদান ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হয়। তাই এটি এক ধরনের বিয়োজন বিক্রিয়া।

CaCO3 = CaO +CO2

 

4/5 - (27 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x