Modal Ad Example
পড়াশোনা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুফল ও কুফল

1 min read

বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তিনির্ভর এক আধুনিক বিশ্বে পরিণত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অভাবনীয় পরিবর্তন এনেছে। এটি মানুষের সামাজিক ক্ষেত্রে যেমন সুফল বয়ে এনেছে তেমনি কিছু কুফলও রয়েছে। চলুন তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুফল ও কুফল সম্পর্কে জেনে নেই।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুফল

  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার যেকোনো ধরনের অপচয় রোধ করে।
  • এর প্রয়োগের মাধ্যমে যেকোনো কাজে আগের চাইতে অনেক কম সময় লাগে অর্থাৎ এর মাধ্যমে সময় সাশ্রয়ী ব্যবস্থা তৈরি করা যায়।
  • এর ব্যবহার ও চর্চার ফলে ক্রমান্বয়ে সর্ব ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পায়।
  • এর ব্যাপক প্রসারের ফলে যে কোন তথ্যের প্রাপ্যতা এখন সহজ হয়েছে। বিশেষ করে ইন্টারনেটের মত প্রযুক্তির কল্যাণে এখন বিশ্বটাকে পাওয়া যাচ্ছে হাতের মুঠোয়।
  • এর উৎকর্ষতার কারণে এখন তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হচ্ছে। ফেক্স, ইন্টারনেট, ই-মেইল ,এসএমএস, এমএমএস ইত্যাদি এর উৎকৃষ্ট উদাহরণ।
  • ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মতামত আদান-প্রদান করা যায়।
  • ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অনেক সাফল্য বয়ে এনেছে।
  • শিল্প প্রতিষ্ঠানে এর ব্যবহার মনুষ্য শক্তির অপচয় কমায়।
  • শিক্ষাক্ষেত্রে ব্যাপকভাবে তথ্য প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।
  • যোগাযোগ ব্যবস্থাকে সহজতর, দ্রুত, নিরাপদ এবং আরামদায়ক করেছে।
  • ঘরে বসেই চিকিৎসকদের কাছ থেকে সেবা নেওয়া যাচ্ছে।
  • অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে ইত্যাদি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কুফল

  • অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
  • ইন্টারনেটে এমন কিছু অশ্লীল সাইট রয়েছে যেগুলোর মাধ্যমে মানুষের নৈতিক স্থলন ঘটতে পারে।
  • এর ফলে প্রযুক্তিগত সুবিধা এখন এতটাই বেড়েছে যে এর অপব্যবহার করে ব্যক্তির গোপনীয়তা প্রকাশ হয়ে পড়ছে।
  • বেকারত্ব সৃষ্টি হচ্ছে।
  • অতিরিক্ত এর ব্যবহারের ফলে নানা রকম শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে।
  • এর ব্যবহারের ফলে সব ধরনের সমস্যার সমাধান সহজে পাওয়ার কারণে চিন্তা ও গবেষণার মাধ্যমে নতুন কিছু আবিষ্কার হতে মানুষ দূরে থাকবে। ফলে আমাদের সমাজ ও জাতি মেধাবী প্রজন্ম হতে বঞ্চিত হবে।
  • অনেক সময় মিথ্যা প্রচারণা করে নানা রকম সমস্যার সৃষ্টি করে ইত্যাদি।
2.1/5 - (180 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x