ইসিজি, সিটিস্ক্যান, এমআরআই, এক্সরে, ইটিটি এবং টমোগ্রাফি বলতে কি বুঝায়?
ECG : ECG শব্দটি ইংরেজি Electro Cardiogram এর সংক্ষিপ্ত রূপ। এটি দ্বারা হৃৎপিণ্ডের আকার পরীক্ষা করা হয়।
সিটিস্ক্যান : যে প্রক্রিয়ায় দ্বিমাত্রিক বস্তুর কোনো ফালি বা অংশের ত্রিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করা হয় সে প্রক্রিয়াকে টমোগ্রাফি বলে। সিটিস্ক্যান হচ্ছে এ প্রক্রিয়ায় উৎপন্ন ছবি।
MRI : এমআরআই হচ্ছে– Magnetic Resonance Imaging বা চুম্বকীয় অনুনাদী প্রতিবিম্ব এর সংক্ষিপ্ত রূপ।
X-Ray : দ্রুতগতিসম্পন্ন ইলেকট্রন কোন ধাতুকে আঘাত করলে তা থেকে অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের এবং উচ্চ ভেদন ক্ষমতাসম্পন্ন অজানা প্রকৃতির যে তাড়িত চৌম্বক বিকিরণ উৎপন্ন হয় তাকে এক্সরে বলে।
ETT : ETT এর পূর্ণরূপ হলো Exercise Tolerance Test।
টমোগ্রাফি : যে প্রক্রিয়ায় কোনো ত্রিমাত্রিক বস্তুর কোনো ফালি বা অংশের দ্বিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করা হয় সে প্রক্রিয়াকে টমোগ্রাফি বলে।