জয়স্টিক হলো একটি ইনপুট ডিভাইস যাতে আয়তকার বেসের উপর একটি দন্ড বসানো থাকে। বেসের সাথে কম্পিউটারের সংযোগ থাকে। মনিটরের পর্দায় একটি ছোট আলোকে চিহ্নকে বলে কার্সর। জয়স্টিকের সাহায্যে কার্সরকে পর্দার উপর ইচ্ছামতো যে কোন জায়গায় সরানো যায়। সাধারণত কম্পিউটারে গেম খেলতে জয়স্টিক ব্যবহৃত হয়। এছাড়া ভার্চুয়াল রিয়েলিটি এবং বিভিন্ন ধরনের সিমুলেশনের কাজেও জয়স্টিকের ব্যবহার রয়েছে।
হার্ডডিস্কের ভিতরের অংশসমূহ বর্ণনা কর।
হার্ডডিস্ক পার্সোনাল কম্পিউটারের সবচেয়ে জনপ্রিয় ও বেশি ব্যবহৃত স্টোরেজ ডিভাইস। হার্ডডিস্ক ব্যবহারের জন্যে আলাদা ড্রাইভের প্রয়োজন হয় না। ডিস্ক এবং ড্রাইভ একসাথেই সংযোজিত থাকে। এক্ষেত্রে একাধিক ডিস্ক একসঙ্গে পর পর রেখে লিখন ও পঠনের কার্যাবলি সম্পাদন করা হয়। কেসিং-এর মধ্যে কয়েকটি স্ক্রু দিয়ে এটি লাগানো হয় বিধায় ফ্লপি ডিস্কের ন্যায় এটিকে সহজে এক স্থান থেকে অন্যত্র স্থানান্তর করা যায় না। অন্যান্য ডিস্কের তুলনায় হার্ডডিস্ক অনেক দ্রুতগতিতে কার্যাবলি সম্পাদন করে।
যে ডিভাইসের সাহায্যে হার্ডডিস্ক চালনা করা হয় তাকে হার্ডডিস্ক ড্রাইভ বা সংক্ষেপে HDD বলে। হার্ডডিস্ক ড্রাইভের সাথে আটকানো ডিস্ক প্যাক একটি ঘূর্ণায়মান দণ্ডের সাথে সংযুক্ত থাকে। একটি স্পিন্ডল মটর, ডিস্ক বা ডিস্ক প্যাককে মিনিটে ৭২০০ বা ১০০০০ বার ঘুরায়। হার্ড ডিস্ক ড্রাইভে, স্পিন্ডল মটর, ভয়েজ কয়েল মেকানিজম, একচুয়েটর আর্ম, রিড/রাইট হেড, ডিস্ক প্যাক, হেড পজিশনিং ম্যাকানিজম, আইডিই কানেকটর, মাস্টার-স্লেভ জাম্পার ব্লক, পাওয়ার কানেকটর এবং বায়ু সঞ্চালক ও বিশোধক ইত্যাদি অংশ থাকে।