পড়াশোনা

পৃষ্ঠশক্তি বলতে কী বোঝায়? পৃষ্ঠশক্তির একক কি?

1 min read
আমরা জানি কোনো একটি তরল তলে একটি টান বা বল সর্বদা ক্রিয়া করে এবং এই বল তরল তলের ক্ষেত্রফল হ্রাস করতে চেষ্টা করে। সুতরাং এ অবস্থায় তরল তলের ক্ষেত্রফল বৃদ্ধি করতে হলে ঐ বলের বিরুদ্ধে কিছু কাজ করতে হবে।
এ কাজ স্থিতিশক্তি হিসেবে তরল তলে সঞ্চিত থাকবে। তরল পৃষ্ঠের এই স্থিতিশক্তিকে আপাতভাবে পৃষ্ঠশক্তি বা তল শক্তি বলে।
তবে সঠিকভাবে বলা যায়- কোনো একটি তরল তলের ক্ষেত্রফল এক একক বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ সাধিত হয়, তাকে ঐ তলের পৃষ্ঠশক্তি (Surface Energy) বলে। একে সাধারণত E দ্বারা প্রকাশ করা হয়।
কোনো মুক্ত তলের ক্ষেত্রফল ডেল্টা A পরিমাণ বৃদ্ধি করতে যদি W পরিমাণ কাজ সম্পন্ন হয়, তাহলে পৃষ্ঠশক্তি, E = W/ডেল্টাA
পৃষ্ঠশক্তির এম. কে. এস বা এস. আই. একক হল জুল/মিটার২ (Jm-2)।
3.6/5 - (10 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x