মানবাধিকার বলতে কি বুঝ? মানবাধিকার দিবস কবে পালিত হয়?

মানবাধিকার/Human Rights শব্দটি Human ও Rights শব্দ দুটি নিয়ে গঠিত। Human মানে মানুষ আর Rights মানে অধিকার বা দাবি। এখানে অধিকার বলতে বুঝায় মানুষ কর্তৃক সংরক্ষিত। সুতরাং বলা যায় যে, মানুষ হিসেবে যেসব অধিকার সকলের জন্য প্রযোজ্য তাকে মানবাধিকার বলে।
গাজী শামসুর রহমান বলেছেন, “সকল দেশের, সকল কালের, সকল মানুষের নূন্যতম যে অধিকারগুচ্ছ সার্বজনীনস্বীকৃত স্বরূপ তারই নাম মানবাধিকার।” সোর্স – মানবাধিকার ভাষ্য : গাজী শামসুর রহমান)
মোস্তফা জামান ভুট্রো বলেন, “মানবাধিকার হলো সেই অধিকার যা মানুষের সুস্থ,সুন্দর ও শান্তিময় জীবন-যাপনের নিশ্চয়তা দেয়।”
The New Encyclopedia Britannica তে বলা হয়েছে, “Rights thought to belong to individual under the natural law as a consequence of his being Human”.
সুতরাং এক কথায় বলা যায় যে, মানুষের যেসব অধিকার সার্বজনীনভাবে স্বীকৃতস্বরূপ আর তা কোন মানুষের জন্য খর্ব করা হলে তা হবে চরম অন্যায়, সেই অধিকারগুলো হলো মানবাধিকার।
কয়েকটি মৌলিক মানবাধিকার
নিম্নে কয়েকটি মৌলিক মানবাধিকার দেওয়া হলো –
  • মানুষ জন্মগতভাবে স্বাধীন
  • স্বাধীনভাবে চলাফেরার করার অধিকার
  • শিক্ষা গ্রহণের অধিকার
  • খাদ্য গ্রহণের অধিকার
  • আইনের চোখে সকলেই সমান
  • চিকিৎসা লাভের অধিকার
  • বস্ত্র লাভের অধিকার
  • ন্যায় বিচার পাবার অধিকার
  • নারী-পুরুষ সমান অধিকার
  • মত প্রকাশের অধিকার
  • নিরাপত্তা লাভের অধিকার ইত্যাদি।
মানবাধিকার দিবস কবে পালিত হয়?
জাতিসংঘ ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে “মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র” অনুমোদন করেছে। এজন্য প্রতি বছর ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *