গ্যালভানিক কোষ (Galvanic cell) কি? এটি কিভাবে কাজ করে?
গ্যালভানিক কোষে জিংকের একটি পাত জিংক লবণের দ্রবণে (Zn2+) এবং একটি কপার পাত কপার লবণের দ্রবণে (Cu2+) আংশিক ডুবিয়ে রেখে পাত দুটির উপরের অংশকে তার দ্বারা যুক্ত করা হয়। এতে তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। এক্ষেত্রে জিংক দণ্ড ঋণাত্মক প্রান্ত এবং কপার দণ্ড ধণাত্মক প্রান্ত হিসাবে কাজ করে। জিংক ও কপার লবণদ্বয়ের দ্রবণ একটি সচ্ছিদ্র প্রাচীর দ্বারা আলাদা করা থাকে। গ্যালভানিক কোষে জিংক জারিত হয়ে Zn2+ আয়নে পরিণত হয় এবং দ্রবণে যায়। জিংক জারিত হয়ে যে দুটি ইলেকট্রন ত্যাগ করে তা জিংক দণ্ডেই জমা হয়।
ইলেকট্রনদ্বয় জিংকের পাত থেকে সংযোগ তারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কপার পাতে আসে এবং নিকটবর্তী কপার সালফেট দ্রবণের কপার আয়নের সাথে যুক্ত হয়ে শোষিত হয় অর্থাৎ বিজারিত হয়। সেই সাথে ধাতব পাতে কপার জমা হয়।
সুতরাং গ্যালভানিক কোষে সামগ্রিকভাবে নিচের মতো জারণ-বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়।
এভাবে তড়িৎ কোষে জারণ-বিজারণ বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন ত্যাগ ও শোষণের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়।