হীরক কি? হীরকের গঠন ও ব্যবহার
হীরকের গঠন
হীরকে প্রতিটি কার্বন পরমাণুর sp3 সংকরণ হয়। এতে প্রতিটি কার্বন পরমাণু অপর চারটি কার্বন পরমাণু দ্বারা চতুস্তলকীয়ভাবে পরিবেষ্টিত ও বন্ধনযুক্ত। এভাবে একটি অতিবৃহৎ ত্রিমাত্রিক অণুর সৃষ্টি হয় যা হীরকরূপে দেখা যায়।
যেহেতু প্রতিটি কার্বন পরমাণুর সব যোজ্যতা ইলেকট্রন অপর চারটি কার্বন পরমাণুর সাথে বন্ধন সৃষ্টিতে ব্যবহৃত হয় অর্থাৎ এতে কোন মুক্ত বা সঞ্চালনশীল ইলেকট্রন থাকে না সেহেতু হীরক বিদ্যুৎ অপরিবাহী।
হীরক খণ্ডকে টুকরা করতে হলে অসংখ্য শক্তিশালী কার্বন (C–C) বন্ধন ছিন্ন করতে হয়। এ কারণে হীরক অত্যন্ত শক্ত এবং প্রকৃতপক্ষে সব বস্তুর মধ্যে কঠিনতম। প্রতিটি কার্বন পরমাণু অপর চারটি কার্বন পরমাণুর সাথে দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকায় হীরক রাসায়নিকভাবে নিষ্ক্রিয়।
হীরকের ব্যবহার
হীরক সবচেয়ে মূল্যবান রত্ন। এটি গহনা তৈরিতে ও কাচ কাটায় ব্যবহৃত হয়। এছাড়া অতি সূক্ষ্ম যন্ত্রপাতি তৈরিতেও হীরক ব্যবহৃত হয়।