পড়াশোনা

দ্বিতীয় অধ্যায় : জীবকোষ ও টিস্যু, নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান

1 min read
প্রশ্ন-১। প্লাজমালেমা কাকে বলে?
উত্তরঃ কোষের প্রোটোপ্লাজমের বাইরে দ্বিস্তর বিশিষ্ট যে পাতলা পর্দা থাকে তাকে প্লাজমালেমা বলে।
প্রশ্ন-২। পেশি টিস্যু কাকে বলে?
উত্তরঃ ভ্রূণীয় মেসোর্ডাম থেকে তৈরি সংকোচন-প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে।
প্রশ্ন-৩। রাইবোজোম কাকে বলে?
উত্তরঃ প্রাণী ও উদ্ভিদকোষের পর্দাহীন যে অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে তাকেই  রাইবোজোম বলে।
প্রশ্ন-৪। অ্যারেনকাইমা কাকে বলে?
উত্তরঃ জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরীযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে।
প্রশ্ন-৫। আদিকোষ কাকে বলে?
উত্তরঃ সুগঠিত নিউক্লিয়াসবিহীন কোষকে আদিকোষ বলে।
প্রশ্ন-৬। জাইগোট কাকে বলে?
উত্তরঃ মাতৃ ও পিতৃ জননকোষ মিলিত হয়ে নতুন জীবের দেহের যে প্রথম কোষটি গঠিত হয় তাকে জাইগোট বলে।
প্রশ্ন-৭। টিস্যু কাকে বলে?
উত্তরঃ একই গঠন বিশিষ্ট একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয় তখন তাদের টিস্যু বলে।
প্রশ্ন-৮। অঙ্গ কাকে বলে?
উত্তরঃ এক বা একাধিক টিস্যুর সমন্বয়ে গঠিত এবং নির্দিষ্ট কার্য সম্পাদনে সক্ষম প্রাণী দেহের অংশবিশেষকে অঙ্গ বলে।
প্রশ্ন-৯। কোষ কি?
উত্তরঃ কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক।
প্রশ্ন-১০। কোষ ঝিল্লী কী?
উত্তরঃ প্রোটোপ্লাজমের বাইরে যে দ্বিস্তরবিশিষ্ট পর্দা থাকে তাকে কোষ ঝিল্লী বলা হয়।
প্রশ্ন-১১। উদ্ভিদের পাতা সবুজ বর্ণের হয় কোন অঙ্গাণুর কারণে?
উত্তরঃ ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণুর উপস্থিতির কারণে উদ্ভিদের পাতা সবুজ বর্ণের হয়।
প্রশ্ন-১২। নিউক্লিওলাস থাকে না কোন কোষে?
উত্তরঃ প্রাককেন্দ্রিক কোষে নিউক্লিওলাস থাকে না।
প্রশ্ন-১৩। জীবদেহের গঠন ও কাজের একক কী?
উত্তরঃ জীবদেহের গঠন ও কাজের একক হলো কোষ।
প্রশ্ন-১৪। অ্যালভিওলাই কোথায় পাওয়া যায়?
উত্তরঃ শ্বসনন্ত্রে।
প্রশ্ন-১৫। রক্ত কি?
উত্তরঃ রক্ত এক ধরনের তরল যোজক কলা। রক্ত ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত এবং লাল বর্ণের হয়ে থাকে।
প্রশ্ন-১৬। মেরুদন্ডী প্রাণীদের ত্বক কোন টিস্যু দিয়ে তৈরি?
উত্তরঃ স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু।
প্রশ্ন-১৭। কোন টিস্যুতে নিবেশিত ফলক থাকে?
উত্তরঃ হৃদপেশিতে নিবেশিত ফলক থাকে।
প্রশ্ন-১৮। মানুষের শ্বসনতন্ত্র কী নিয়ে গঠিত?
উত্তরঃ মানুষের নাসারন্ধ্র, গলবলি ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলাই এবং একজোড়া ফুসফুস নিয়ে মানুষের শ্বসনতন্ত্র গঠিত।
প্রশ্ন-১৯। বাস্ট ফাইবার কখন উৎপন্ন হয়?
উত্তরঃ উদ্ভিদ অঙ্কের গৌণবৃদ্ধির সময় বাস্ট ফাইবার উৎপন্ন হয়।
প্রশ্ন-২০। উড প্যারেনকাইমা কাকে বলে?
উত্তরঃ জাইলেম অবস্থিত প্যারেনকাইমা কোষকে উড প্যারেনকাইমা বলে।
প্রশ্ন-২১। ক্রোমোপ্লাস্টের প্রধান কাজ কি?
উত্তরঃ ক্রোমোপ্লাস্টের প্রধান কাজ ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা।
প্রশ্ন-২২। লিউকোপ্লাস্ট কোন ধরনের কোষে পাওয়া যায়?
উত্তরঃ যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না সেখানে এদের পাওয়া যায়। যেমন- মূল, ভ্রূণ, জননকোষ ইত্যাদি।
প্রশ্ন-২৩। সেন্ট্রিওলের প্রধান কাজ কি?
উত্তরঃ প্রাণিকোষ বিভাজনের সময় এস্টার গঠন করা সেন্ট্রিওলের প্রধান কাজ।
প্রশ্ন-২৪। কোষরসে কী কী উপাদান থাকে?
উত্তরঃ কোষরসে বিভিন্ন প্রকার অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বিজাতীয় পদার্থ, জৈব এসিড, রঞ্জক পদার্থ, পানি ইত্যাদি থাকে।
প্রশ্ন-২৫। নিউক্লিয়ার ঝিল্লীর গঠন কীরূপ?
উত্তরঃ নিউক্লিয়ার ঝিল্লী দ্বিস্তর বিশিষ্ট। এ ঝিল্লি লিপিড ও প্রোটিন সমন্বয়ে গঠিত।
প্রশ্ন-২৬। সরল টিস্যু কাকে বলে?
উত্তরঃ যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার, আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন তাকে সরল টিস্যু বলে।
প্রশ্ন-২৭। অ্যারেনকাইমা কাকে বলে?
উত্তরঃ জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরীযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে।
প্রশ্ন-২৮। প্যারেনকাইমা টিস্যুর কাজগুলো লিখ।
উত্তরঃ প্যারেনকাইমা টিস্যুর কাজগুলো হলো– (১) দেহ গঠন করা, (২) খাদ্য প্রস্তুত করা, (৩) খাদ্য সঞ্চয় করা ও খাদ্যদ্রব্য পরিবহন করা।
প্রশ্ন-২৯। ট্রাকিড কোথায় দেখা যায়?
উত্তরঃ ফার্নবর্গ, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের প্রাথমিক ও গৌণ জাইলেম বলয়ে ট্রাকিড দেখা যায়।
প্রশ্ন-৩০। ট্রাকিডের পার্শ্বীয় জোড়া কূপের কাজ কী?
উত্তরঃ ট্রাকিডের প্রাচীরে লিগনিন জমে পুরু হয়ে অভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়ে গেলে পার্শ্বীয় জোড়া কূপ পানি চলাচলে সাহায্য করে।
উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো–
উদ্ভিদ কোষ
  • এই কোষে কোষপ্রাচীর থাকে।
  • কোষঝিল্লি কোষপ্রাচীর দ্বারা আবৃত থাকে।
  • উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে।
  • পরিণত উদ্ভিদ কোষে বড় কোষগহ্বর থাকে।
  • এই কোষে সেন্ট্রিওল থাকে না।
  • উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য স্টার্চ।
প্রাণী কোষ
  • এই কোষে কোষপ্রাচীর থাকে না।
  • কোষঝিল্লি দ্বারা সম্পূর্ণ কোষ আবৃত থাকে।
  • প্রাণী কোষে প্লাস্টিড নেই।
  • এই কোষে সাধারণত কোষগহ্বর থাকে না। গহ্বর যদি থাকে তাহলে ছোট হবে।
  • এই কোষে সেন্ট্রিওল থাকে।
  • প্রাণী কোষের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন।
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x