পড়াশোনা

স্টোরেজ ডিভাইস (Storage Device) কাকে বলে? স্টোরেজ ডিভাইসের উদাহরণ।

1 min read
কম্পিউটারের তথ্য বা উপাত্ত সেভ করে রাখার ডিভাইসকে স্টোরেজ ডিভাইস (Storage Device) বলে। এদের অনেকগুলো কম্পিউটারের সাথে যুক্ত থাকে আবার অনেকগুলো ডিভাইসকে প্রয়োজনে কম্পিউটার থেকে আলাদা করে রাখা যায়।

স্টোরেজ ডিভাইস কি | what is storage device

স্টোরেজ ডিভাইস মানে হচ্ছে কোন কিছু স্টোর করে রাখা। অর্থাৎ স্টোরেজ ডিভাইস হল এক ধরনের হার্ডওয়্যার উপাদান যেখানে আমরা সমস্ত ডেটা সাময়িক বা স্থায়ীভাবে সেভ করে রাখতে পারি। কম্পিউটারের হার্ডওয়্যারের একটি গুরুত্বপূর্ণ অংশ।

উল্লেখযোগ্য কয়েকটি স্টোরেজ ডিভাইস হলো- র‌্যাম (RAM), রম (ROM), হার্ডডিস্ক (hard disk), পেনড্রাইভ (Pendrive), মেমোরি কার্ড (Memory Card), CD (Compact Disc), ডিভিডি রম (DVD ROM), ম্যাগনেটিক টেপ বা কার্টিজ ইত্যাদি।
  • র‌্যাম (RAM) : র‌্যাম হচ্ছে একটি অস্থায়ী মেমোরি। RAM এর পূর্ণরূপ হচ্ছে- Random Access Memory। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে এর তথ্য মুছে যায়। র‌্যাম এর তথ্যকে পরিবর্তন, পরিবর্ধীন ও সংশোধন করা যায়। এর অ্যাক্সেস টাইম বেশি। এর তথ্য ধারণ ক্ষমতা বেশি।
  • রম (ROM) : রম হচ্ছে একটি স্থায়ী মেমোরি। ROM এর পূর্ণরূপ হচ্ছে- Read Only Memory। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও এর তথ্য মুছে যায় না। এর তথ্য পরিবর্তন বা সংশোধন করা যায় না। এর অ্যাক্সেস টাইম তুলনামূলকভাবে বেশি।

স্টোরেজ ডিভাইস কয় প্রকার ও কি কি (Types of storage device) : 

স্টোরেজ  ডিভাইস মূলত দুই প্রকার।

           ১. primary storage device

           ২. Secondary storage device

প্রাইমারি স্টোরেজ ডিভাইস (primary storage device) : 

প্রাইমারি স্টোরেজ ডিভাইস এর উদহারন হলো Ram (random access memory) | ram হলে কম্পিউটারের একটি অস্থায়ী মেমোরি কম্পিউটার যখন অন থাকবে ram এ তখন সমস্ত তথ্য সমূহ সংরক্ষিত থাকবে , আর কম্পিউটার অফ থাকলে ram সমস্ত তথ্যসমূহ মুছে ফেলে।

 

সেকেন্ডারি  স্টোরেজ ডিভাইস (secondary storage device) : 

সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হলো এমন এক ধরনের ডিভাইস যেখানে আপনি কম্পিউটার বা মোবাইল অন অথবা অফ অবস্থায় যেকোনো ডাটা স্থায়ীভাবে রাখতে পারবেন এবং আপনি নিজের ইচ্ছামত সেইগুলোকে পরবর্তীকালে মুছে ফেলতে পারেন। secondary storage device এর উদাহরণ হল , Solid-state drives (SSDs), Hard disk drives (HDDs), cloud storage, CD rom drives, DVD drives, SD card ইত্যাদি।

প্রাইমারি  স্টোরেজ ডিভাইস এবং সেকেন্ডারী স্টোরেজ ডিভাইস এর পার্থক্য :

১. প্রাইমারি স্তরেজ ডিভাইস সরাসরি সিপিইউ এর সঙ্গে কানেক্ট থাকে এবং অ্যাকসেস করতে পারে আর সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস সরাসরি সিপিইউ এর সঙ্গে কানেক্ট থাকে না

২. প্রাইমারি স্টোরেজ ডিভাইসের পরিবর্তনশীল কিন্তু সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস পরিবর্তনশীল নয়

৩. প্রাইমারি স্তরেজ ডিভাইস আকারে ছোট হয় আর সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস তুলনামূলকভাবে বড় হয়

৪. প্রাইমারি স্টুডেন্ট ডিভাইস এর উদাহরণ হল ram আর সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস এর উদাহরণ হল SSD, HDD, SD CARD ইত্যাদি

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “স্টোরেজ ডিভাইস (Storage Device) কাকে বলে? স্টোরেজ ডিভাইসের উদাহরণ।” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

4.9/5 - (39 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x